শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেটি পেরির আগমনে নারী বিশ্বকাপের মঞ্চে দর্শক উপস্থিতির বিশ্ব রেকর্ড

আক্তারুজ্জামান : [২] মেলবোর্নের মাঠে ৮৭ হাজারের বেশি দর্শক উপস্থিত হয়েছিলো গতকাল। নারী টি- টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে এসেছিলো প্রায় লক্ষাধিক মানুষ। নারীদের ক্রিকেট ম্যাচ দেখতে উপস্থিত হওয়া দর্শকের রেকর্ড সংখ্যা এটি। খবর ; স্পোর্টস ইনসাইড।

[৩] আগের ছয়টি আসরের ফাইনালে উপস্থিত হওয়া সর্বোচ্চ দর্শকের সংখ্যা ছিলো ২০০৯ সালে। নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের ওই ম্যাচে দর্শক হয়েছিলো ১২ হাজার ৭২৭। এবার সেটা ৭৩ হাজার ছাড়িয়েছে।

[caption id="attachment_1095821" align="aligncenter" width="716"] পুরুষ দলের ম্যাচের মতো নারীদের ফাইনাল ম্যাচ দেখার জন্য এরকম জনাকীর্ণ পরিবেশ তৈরি হয় মেলবোর্ন স্টেডিয়ামের সামনে।[/caption]

[৪] মেলবোর্নের ফাইনালে অস্ট্রেলিয়া-ভারতের ম্যাচ ছাড়াও আকর্ষণীয় কনসার্টের আয়োজন করেছিলো আয়োজকরা। জনপ্রিয় মার্কিন পপ গায়িকা কেটি পেরির উপস্থিতিই জনগণকে টেনে এনেছিলো মাঠে।

[৫] ম্যাচের আগে ও পরে দুবার মঞ্চ মাতাতে ওঠেন পেরি। শিরোপাজয়ী দলকে নিয়ে নেচেগেয়ে মঞ্চ মাতিয়ে দেন এ মার্কিন তারকা। ম্যাচের আগের দিন ৭৫ হাজার টিকিট বিক্রি হয়েছিলো। এবং ম্যাচ শুরুর দিন আরও ১২ হাজার টিকিট বিক্রি হয়।

[caption id="attachment_1095825" align="aligncenter" width="655"] শিরোপা জয়ের পর কেটি পেরির সঙ্গে মঞ্চে ওঠেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা।[/caption]

[৬] পুরো টুর্নামেন্টে দারুণ খেলেও ফাইনালেও খেই হারায় ভারত। আর দাপট দেখিয়ে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়ার মেয়েরা। অস্ট্রেলিয়ার ১৮৪ রানের জবাবে ভারত থামে ৯৯ রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়