মনিরুল ইসলাম : [২] জাতীয় সংসদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্য উপদেষ্টা কমিটি। এ কমিটির বৈঠকে করোনাভাইরাস শনাক্তের কারনে সংসদের অনুষ্ঠানমালা পুনর্বিন্যাস করা হবে কি না তা নিয়ে আলোচনা হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
[৩] আগামী ১১ মার্চ বিকেল ৪ টায় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদসহ কমিটির অন্য সদস্যরা। এ বৈঠকে ২২-২৩ মার্চের বিশেষ অধিবেশনের আলোচ্য বিষয় নিয়েও আলোচনা হবে। বিশেষ করে করোনার কারনে স্বল্প পরিসরে জনসমাগম এড়িয়ে কি করে অনুষ্ঠানমালা পালন করা হবে তা স্থির করা হবে ।
[৪] ১৯ মার্চ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শিশু মেলা অনুষ্ঠিত হবে। এ মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[৫] শিশু মেলায় বিভিন্ন শিশু প্রতিষ্ঠানের শিশুরা অংশ নিবে। একে ঘিরে লোক সমাগম হবে। শিশু ও তাদের অভিভাবক, সংসদ সদস্যরাসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তাই বর্তমান অবস্থায় বড় পরিসরে অনুষ্ঠান করা সঠিক হবে কি না তা নিয়ে আলোচনায় সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। যেসব প্রতিষ্ঠানের শিশুরা অংশ নিবে সেগুলো হলো- বাংলাদেশ শিশু একাডেমী, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সরকারি শিশু পরিবার ও ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ। শিশু মেলার আগে দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে চিত্রাংকন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় ঢাকার ৪টি স্কুলের ছেলেমেয়েরা অংশ নিবে বলে জানান সেলের সমন্বয়ক অতিরিক্ত সচিব (মানব সম্পদ) খোদেজা আক্তার খানম।
[৫] জাতীয় সংসদের সারা বছরের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ২২-২৩ মার্চ বিশেষ অধিবেশন। ১১ মার্চ বিকেল ৪টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। এ বৈঠকে বিশেষ অধিবেশন বিষয়ে আলোচনা হবে বলে জানা যায়।
[৬] এছাড়া ২২ মার্চ ধানমন্ডি ৩২ নম্বরে সংসদ-সদস্যরা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। স্মারক ডাকটিকেট প্রকাশ করা হবে। বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন । আলোকচিত্র ও প্রামাণ্য দলিল প্রদর্শিত হবে। সংসদ ভবনসহ সংসদ এলাকায় আলোকসজ্জ করা হবে। আগামী ১-৫ ডিসেম্বর ‘মুজিবমঞ্চ ও বিজয় মেলা জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।