শিরোনাম

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ০৫:৩৬ সকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের আসামে কোয়ারেন্টাইনে ৪০০ জন

জেরিন আহমেদ: [২] ভারতের আসামে কোয়ারেন্টাইন করা হলো প্রায় ৪০০ মানুষকে। এর প্রধান কারণ, এই মার্কিন নাগরিক ভূটানে যাওয়ার আগে বেশ কিছুদিন অসমে ছিলেন। রবিবার এই খবর জানিয়েছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

স্বাস্থ্যমন্ত্রী বেশ কিছু ট্যুইটে জানিয়েছেন এখনও পর্যন্ত রাজ্যের মোট পাঁচ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। তবে কারও শরীরেই এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। ট্যুইটে তিনি আরও জানান, ‘রাজ্যের স্বাস্থ্য দফতর মোট ৪০০ জনকে চিহ্নিত করেছে যারা এই পর্যটকের সংস্পর্শে এসেছেন কখনও রিসোর্টে আবার কখনও এমভি মহাবাহু ক্রুজে। চিকিত্‍সক এবং মাইক্রোবায়োলজিস্টদের কয়েকটি দল এদের সবার উপর নজর রেখেছে।’

শনিবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং পরিবার কল্যাণ মন্ত্রী পিযূষ হাজারিকা জানিয়েছিলেন, মার্কিন নাগরিকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া খবর পাওয়ার পরই বিলাসী ক্রজ এমভি মহাবাহুকে জোরহাট জেলার নিয়ামাতিঘাট থেকে দূরে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। সূত্র: এইসময়, নিউজ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়