শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাবিতে নোয়াখালী জেলা সমিতির নবীনবরণ

জাবি প্রতিনিধি :[২] 'এসো এক হই শিকড়ের টানে' শ্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নোয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার ভিআইপি লাউঞ্জে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

[৩] মার্জিয়া নিশার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এস.এ গ্রুপের কো অর্ডিনেটর হাসান মঞ্জুর বলেন, "বিশ্ববিদ্যালয় মুক্ত জ্ঞান চর্চার স্থান। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কাছ থেকে দেশ ও জাতি অনেক বড় প্রত্যাশা করে। তোমাদের উচিত নিজেকে উপযুক্ত করে গড়ে তোলা। এজন্য সর্বপ্রথম দেশ ও জাতির ইতিহাস জানতে হবে। এ সময় নোয়াখালী জেলার শিক্ষার্থীদের এ ধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান তিনি।"

[৪] কমিটির সভাপতি আহনাফ বিন হাবিব বলেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নোয়াখালী জেলার শিক্ষার্থীদের প্রতিবছর নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে অন্যান্য বছর থেকে এবারের আয়োজন একটু ব্যতিক্রম ছিল। আমরা সবার কাছ থেকে আশানুরূপ সাড়া পেয়েছি।

[৫] অনুষ্ঠানে কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য রিয়াজ উদ্দিন বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীর ছাত্রদের নিয়ে ২০১৫ সালে আমাদের যাত্রা শুরু হয়। সময়ের পরিক্রমায় জেলা সমিতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে জেলা সমিতির কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানান তিনি।

এ সময় আর ও উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি জিসান ইলাহি সুমন, ইয়াছিন আারাফাত রাজু, ওয়াসি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইসমি নিসা, যুগ্ম সাধারণ সম্পাদক নুর হাছান নাঈম,সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিফাত,সহকারী সাংগঠনিক সম্পাদক নাহিয়ান ইমতিয়াজ হাসান সহ জেলা সমিতির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়