শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ের বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন

ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] ঠাকুরগাঁও সদর উপজেলার ০৪ নং বড়গাঁও ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে বড়গাঁও ইউনিয়নের লক্ষ্মীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

[৩] পরে সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, তৃণমূলের নেতাকর্মীদের কারণে আজ আওয়ামী লীগ শক্তিশালী সংগঠন হিসেবে রূপ নিয়েছে। তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের শক্তি।

[৪] তিনি বলেন, জনগণের বিপুল সমর্থনের কারণে আজ আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আপনারাই দেখুন বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে দেশ কোন অবস্থায় ছিল আজ কোন অবস্থায় দেশ আছে। আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে আর বিএনপি-জামায়াত দেশের ক্ষতি করার জন্য ক্ষমতায় আসতে চায়।

[৫] সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, আওমায়ী লীগ শক্তিশালী হলে আমাদের নেত্রীর শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। তাই আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন তাই করতে হবে। আপনারা জানেন আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্র চলছে; ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করুন এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল হক চৌধুরি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো ও সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম ।
বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সভাপতিত্বে সম্মেলনের আলোচনা সভা অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা, প্রচার সম্পাদক মোস্তাাফিজুর রহমান রিপন, রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন, সাধারন সম্পাদক সানেয়ার পারভেজ পুলক, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আখতার, বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।

সভা শেষে দ্বিতীয় অধিবেশনে বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি নুরুল ইসলাম। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো। দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম। এসময় উপস্থিত কাউন্সিলররা তাদের ভোটের মাধ্যমে বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফয়জুর রহমান মাস্টার ও সাধারণ সম্পাদক হিসেবে মনিরঞ্জন দেবনাথ নির্বাচিত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়