শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্ত দুই ইতালি ফেরতের সহযাত্রীদেরও পরীক্ষা করবে আইইডিসিআর

বাংলা ট্রিবিউন :[২] ইতালি ফেরত দুই বাংলাদেশিকে করোনা ভাইরাসে আক্রান্ত ঘোষণা করার পর অতি সতর্কতার অংশ হিসেবে তাদের সহযাত্রীদের বিষয়েও খোঁজ নেবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সেই ফ্লাইটের যাত্রীদের কেউ করোনায় আক্রান্ত হয়েছেন কিনা নিশ্চিত হতে তাদের পরীক্ষা করবে আইইডিসিআর। রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় সঙ্গে ফোনে আলাপকালে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

[৩]এর আগে বিকালে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত তথ্য প্রকাশ অনুষ্ঠানে এই দুই ব্যক্তিকে কোভিড-১৯ আক্রান্ত বলে ঘোষণা করে সংস্থাটি। এর পাশাপাশি আরেক নারীও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়। তবে সংবাদ সম্মেলনে ওই তিন রোগীর বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

[৪]ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ওই সংবাদ সম্মেলনে জানান, সামাজিকভাবে যাতে হেয় বা কোনও প্রতিবন্ধকতার শিকার না হন সে কারণে তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না। তবে ওই দুই যাত্রী পুরুষ এবং একই পরিবারের সদস্য নন তা নিশ্চিত করেন তিনি। এছাড়াও বাসায় ফেরার পর এদের একজনের পরিবারের এক নারী সদস্যও করোনা ভাইরাসে আক্রান্ত হন। তবে ওই নারী ও পুরুষের মধ্যে সম্পর্ক কী সেটাও প্রকাশ করেনি আইইডিসিআর। এছাড়াও ওই দুই যাত্রী একই ফ্লাইটে ইতালি থেকে এসেছেন নাকি পৃথক ফ্লাইটে তাও জানানো হয়নি সংবাদ সম্মেলনে।

[৫]ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ইতালি থেকে আসা ওই দুই যাত্রী যখন বিমানবন্দরে নামেন তখন তাদের শরীরে কোভিড-১৯ এর কোনও লক্ষণ দেখা যায়নি। বাড়িতে যাওয়ার পর তারা অসুস্থ বোধ করেন। তিনি জানান, জ্বর ও কাশি নিয়ে এই তিন ব্যক্তি গতকাল আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করেন। এরপর গত ২৪ ঘণ্টায় তাদের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তারা পজিটিভ প্রমাণিত হন।

[৬]এরপর যোগাযোগ করা হলে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আক্রান্ত দুজন যে ফ্লাইটে এসেছিলেন, সেই ফ্লাইটের অন্য যাত্রীদেরও পরীক্ষা করা হবে। এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু পদ্ধতি আছে, আমরা সে পদ্ধতি অনুসরণ করবো। সাধারণত যে কোনও ফ্লাইটে সামনের দুই সারির আসন এবং পেছনের দুই সারির আসন সংক্রমণের ক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ।

[৭]আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যেদিন তারা দেশে আসেন, সে সময় তাদের মধ্যে কোনও উপসর্গ দেখা না দেওয়ায় বিমানবন্দরে তাদের শনাক্ত করা যায়নি। উপসর্গ দেখা না দিলে সাধারণত একজনের কাছ থেকে অন্যদের মধ্যে করোনা ভাইরাস ছড়ানোর শঙ্কাও কম। তারপরও আমরা পরীক্ষা করবো।

[৮]তবে আক্রান্তদের পরিচয় প্রকাশ হলে সামজিকভাবে হেয় হওয়ার শঙ্কা থেকে তাদের পরিচয়, কোন দিন, কোন ফ্লাইটে এসেছেন সে তথ্য প্রকাশ করছে না আইইডিসিআর। তারা একইসঙ্গে এসেছেন নাকি আলাদা ফ্লাইটে এসেছেন সে তথ্যও জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। এর ফলে একটি ফ্লাইটের নাকি দুটি ফ্লাইটের যাত্রীদের পরীক্ষা করবে আইইডিসিআর তাও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

[৯]হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, প্রতিদিন যে যাত্রীরা আসেন তাদের তথ্য আমরা আইইডিসিআরে পাঠাই। সে তথ্য আইইডিসিআর তাদের সার্বিক তত্ত্ববধানে নজরদারি করে। প্রয়োজন হলে যে কোনও যাত্রীকে পরীক্ষা করার সিদ্ধান্তও নেবে আইইডিসিআর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়