শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ০৭:৪১ সকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টয়লেট পেপার নিয়ে দুই নারীর মারামারি (ভিডিও)

মানবজমিন :[২]  করোনা ভাইরাস আতঙ্কে অস্ট্রেলিয়াসহ পশ্চিমা বিশ্বের অনেকে দেশে টয়লেট পেপার নিয়ে রীতিমত ‘যুদ্ধ’ শুরু হয়ে গেছে। কে কার আগে টয়লেট পেপার সংগ্রহ করতে পারেন যুদ্ধটা তা নিয়ে। এমনই এক ‘যুদ্ধের’ দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানে এক সুপারমার্কেটে টয়লেট পেপার সংগ্রহ করতে গিয়ে দুই নারী পুরোপুরি মারামারি লাগিয়ে দেন। তাদেরকে থামাতে পুলিশ ডাকতে হয়েছে। অবশেষে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তার করেছে ওই দুই নারীকে। বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ এ খবর প্রকাশ করেছে।

[৩] এতে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে শনিবার সিডনির দক্ষিণ-পশ্চিমে চুল্লোরা এলাকায় একটি দোকানে।

সেখানে ওই দুই নারীর মারামারির ভিডিও অনলাইনে ব্যাপকভাবে শেয়ার দেয়া হয়েছে। এ ঘটনাকে তুলনা করা হয়েছে ‘ম্যাড ম্যাক্স’ ছবির সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল নারী একে অন্যকে ঘুষি মারছেন। কুদি মেরে এগিয়ে যাচ্ছেন অন্যের দিকে। টয়লেট পেপারের একটি জাম্বো প্যাকের ওপর ঝাঁপিয়ে পড়ে যেন তারা যুদ্ধ করছেন। প্রত্যক্ষদর্শীরা তাদেরকে থামতে বলছিলেন। কিন্তু কে শোনে কার কথা! ফলে সুপার মার্কেটটির স্টাফরা এই লড়াই থামাতে হস্তক্ষেপ করেন।

ভিডিওতে দেখা যায়, একজন নারী অন্য একজনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়তে ঝাড়তে এগিয়ে গিয়ে তার চুল টেনে ধরেছেন। তিনি চিৎকার করে বলছেন, আমি শুধু এক প্যাকেট (টয়লেট পেপার) চাই। অন্যজন টয়লেট পেপার সমেত একটি ট্রলি দিয়ে তাকে ধাক্কা মারেন। বলেন, না। তুমি এক প্যাকেটও পাবে না। এ সময় তাদেরকে থামতে বলেন লোকজন। কিন্তু তাদের ধস্তাধস্তি চলতেই থাকে। স্টাফরা পুলিশে খবর দেন। তারা গিয়ে চুল্লোরা উলওয়র্থ সুপারমার্কেটে ৪৯ বছর বয়সী একজন নারীর সঙ্গে কথা বলেন। এই নারীকে ওই সময় অপদস্ত করা হয়েছিল।

অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে মারা গেছেন তিনজন। আক্রান্ত হয়েছেন ৭৭ জন। ফলে সেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্কট দেখা দিয়েছে। বিশেষ করে টয়লেট পেপারের সঙ্কট খুব বেশি দেখা দিয়েছে। কারণ, যে যেভাবে পারেন সেভাবেই টয়লেট পেপার জড়ো করছেন। তাদের চাহিদা সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ কারণে, বিভিন্ন ইভেন্টে প্রথম পুরস্কার হিসেবে দেয়া হচ্ছে টয়লেট পেপার। অন্যদিকে জনগণকে আহাজারি, আতঙ্কিত না হতে অনুরোধ করা হয়েছে। সর্বশেষ দুই নারীর ওই মারামারি সম্পর্কে পুলিশ বলেছে, এই ধরণের সহিংসতা সহ্য করা হবে না। এমন আচরণ যারা করবেন, তারা অপরাধ করবেন। তাদেরকে এ জন্য আদালত পর্যন্ত যেতে হবে।

ওই ঘটনায় যে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বাড়ি ওই এলাকার ব্যাংকটাউনে। তাদের একজনের বয়স ২৩ বছর। অন্যজনের ৬০। তাদেরকে আগামী ২৮ এপ্রিল ব্যাংকটাউন লোকাল কোর্টে হাজির হতে বলা হয়েছে।

">https://www.youtube.com/watch?time_continue=9&v=GVHYTdGUAZM&feature=emb_title

  • সর্বশেষ
  • জনপ্রিয়