শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীতে করোনা ভাইরাস গুজব !

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ [২] চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় নির্মিতব্য এস আলম কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত মিস্টার ম্যা (৫৫) নামের এক চায়না ব্যক্তি বাশঁখালী হাসপাতালে চিকিৎসা নিতে এলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামের ফৌজদারহাট সংক্রমণ ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কিন্তু তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা রাতে এ রিপোর্ট পর্যন্ত সেটি নিশ্চিত করতে পারেননি বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা। গতকাল রবিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জ্বর ও গায়ে র‌্যাশ নিয়ে তিনি চিকিৎসা নিতে আসেন এস এস পাওয়ার প্ল্যান্টে কর্মরত মিঃ ম্যা। চিকিৎসা নিতে এলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফৌজদারহাট সংক্রমণ ব্যাধি হাসপাতালে প্রেরন করেন বাঁশখালী হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ।

[৩] এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার(আরএমও) শাহিদ চৌধুরী বলেন, এস আলম কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক চায়নিজ মিঃ ম্যা হাসপাতালে জ্বর নিয়ে চিকিৎসা নিতে এসেছিলেন। তিনি দুদিন ধরে জ্বরে আক্রান্ত। শরীরে র‌্যাশও রয়েছে। তাঁকে ফৌজদারহাট সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে পরীক্ষা নিরিক্ষা করার জন্য ।

তিনি আরো বলেন, এছাড়া বিদ্যুৎ প্রকল্পে কর্মরত মো. ইমরান (১৭) নামের এক যুবক হাসপাতালে জ্বর নিয়ে চিকিৎসা নিতে আসেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা জানতে পরীক্ষা করাতে বলেন। তাঁকেও ফৌজদারহাট সংক্রমণ ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে চীন নাগরিক হাসপাতালে চিকিৎসা নিতে আসার খবর ছড়িয়ে পড়লে ও চারিদিকে করোনা ভাইরাসের গুজব ছড়িয়ে পড়ে। তাছাড়া যেসময় চিকিৎসা নিতে আসেন সে সময় অপরাপর রোগীরা আতংকগ্রস্থ হয়ে পড়ে জানান প্রত্যক্ষদর্শীরা ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়