শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ০৩:৫৩ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়া মাত্রই সরবরাহ সঙ্কটে সার্জিকাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার, বিক্রি হচ্ছে ২৫ থেকে ৫০ গুণ বেশি দামে

আসিফুজ্জামান পৃথিল : [২] মাত্র ৩ সপ্তাহ আগে অনলাইন শপ দারাজে ১০০ পিস বাক্সে, ৭০ পয়সা প্রতিপিস দরে বিক্রি হয়েছে সার্জিকাল মাস্ক। অথচ রোগী শনাক্তের ২ ঘণ্টা পর ১৫ পিস মাস্ক ১৪ শতাংশ ছাড় দেখিয়ে বিক্রি হচ্ছিলো ৫৯৯ টাকায়।

[৩] আবার দারাজেই আরেকটি শপে মাত্র ৫০ পিস মাস্ক বিক্রি হচ্ছে ১ হাজার ৯৯৯ টাকায়। এক্ষেত্রেও দেয়া হচ্ছে ২৯ শতাংশ ছাড়ের টোপ। অথচ এই মাস্কগুলো প্রতি বাক্স দাম ৪০ থেকে ৫০ টাকা। অর্থাৎ ৪০ থেকে ৫০ গুণ বেশি মূল্যে বিক্রি হচ্ছে।

[৪] একই অবস্থা হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রেও। আরেক অনলাইন শপ চালডাল ডট কমে প্রায় ৮ ব্র্যান্ডের স্যানিটাইজার ছিলো দুপুর ২ টাতেও। কিন্তু বিকাল ৪.৩০ এ ওয়েবসাইটটিতে গিয়ে দেখা গেছে স্টকে কোনও স্যানিটাইজার নেই।

[৫] এ বিষয়ে চালডাল ডট কমের হটলাইনে ফোন করলে তারা জানান, হঠাৎ করে তাদের ক্রেতার চাপ অস্বাভাবিক বেড়ে গেছে। এ কারণে তারা সরবরাহ করতে পারছেন না। সেখান থেকে জানানো হয়, তাদের সোর্সিং ডিপার্টমেন্ট এ বিষয়ে কাজ করছে। তবে স্টক হবার সঙ্গে সঙ্গেই তা শেষ হয়ে যাচ্ছে। তিনি এক পর্যায়ে স্বীকার করে নেন, পরিস্থিতি সামাল দিতে তাদের যথেষ্ট প্রস্তুতি ছিলো না।

[৬] একই অবস্থা ফার্মেসিগুলোতেও। মাস্ক বা স্যানিটাইজার চাইলেই বলা হচ্ছে নেই। অবশ্য বাড়তি টাকার বিনিময়ে বিক্রির অভিযোগও করছেন ক্রেতারা। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়