শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ০৩:১৬ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টির চিত্রটা বদলাতে চায় জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক : [২] পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল (সোমবার) মাঠে নামার আগে বাকি দুই ফরম্যাটেই সিরিজ হেরেছে সফরকারীরা। তবুও টি-টোয়েন্টি ফরম্যাট নিয়ে আশাবাদী শন উইলিয়ামস।

[৩] সফরের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও প্রতিরোধ করতে পারেনি জিম্বাবুয়ে। সিলেটে হেরেছে ৩ ম্যাচেই। এবার অপেক্ষায় কুঁড়ি ওভারের ক্রিকেট। সংক্ষিপ্ত ফরম্যাটের দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সোমবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ দলের মুখোমুখি হবে জিম্বাবুইয়ানরা।

[৪] এ ম্যাচ খেলতে নামার আগে রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে দলের অধিনায়ক উইলিয়ামস জানান, অতীত ভুলে টি-টোয়েন্টির সিরিজের চিত্র বদলে দেওয়ার আত্মবিশ্বাস খুঁজে পেয়েছেন তারা।

[৫] এ প্রসঙ্গে উইলিয়ামস বলেন, ‘অন্য দুই সংস্করণ এখন অতীত। আমাদের পূর্ণ মনোযোগ টি-টোয়েন্টিতে। দলের সঙ্গে আলোচনায় আমি ওয়ানডের প্রসঙ্গই তুলিনি। নেট সেশনে ছেলেদের যথেষ্ট শক্তিশালী মনে হয়েছে। সবার ভাবনা পরিস্কার। তবে খেলার মৌলিক দিকগুলো সামলাতে হবে আমাদের।’

[৬] ‘ওয়ানডেতে মৌলিক জায়গাগুলোয় আমরা ছিলাম খুবই দুর্বল। নেটে যদিও কোনো চাপ ছিল না, তবে আজকে সবাইকে খুব ভালো মনে হয়েছে। আমি আত্মবিশ্বাসী যে টি-টোয়েন্টিতে যেভাবে স্বাধীনতা নিয়ে খেলা যায়, তাতে আমরা চিত্র বদলে দিতে পারবো।’ সাথে যোগ করেন তিনি।

[৭] টি-টোয়েন্টি ফরম্যাট ছোট পরিসরের খেলা। যার ক্ষণেক্ষণে বদলে যায় ম্যাচের ভাগ্য। জিম্বাবুয়ে অধিনায়কের দাবি, এক ওভার, এমনকি মাত্র দুইটি বলও খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে যখনতখন।

[৮] উইলিয়ামস জানান, ‘সংক্ষিপ্ত সংস্করণে মাঠে নামার আগে আমরা রোমাঞ্চিত। আমরা তরুণ একটি দল। আশা করি ছেলেরা উপভোগ করবে। মিরপুরে খেলাটাও রোমাঞ্চকর। সন্ধ্যায় খেলা, প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংসে পিচের আচরণ ভিন্ন ভিন্ন হতে পারে। দেখা যাক।’ খবর : ক্রিকটাইম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়