শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটি নারীরা করেন, বললেন শিক্ষামন্ত্রী

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : [২] শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সন্তান জন্মদানের মত পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটি নারীরা করেন। সৃষ্টিকর্তা বুঝে শুনেই নারীদের এই দায়িত্ব দিয়েছেন। প্রত্যেকবার সন্তান জন্মদানের সময় তারা মৃত্যুর মুখোমুখি হন।

[৩] আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সহযোগিতায় নারী গণিত অলিম্পিয়াড কমিটি এবং এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘চতুর্থ নারী গণিত অলিম্পিয়াড-২০২০’ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

[৪] অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আমরা ধরেই নিয়েছি, নারীর কাজ ঘরের অভ্যন্তরেই। নারীরা ঘরে যে কাজ করেন, তার কোন স্বীকৃতি দেওয়া হয়না। কিন্তু একই কাজ যদি অন্য কাউকে দিয়ে করাতে হতো, তাহলে তাকে যে পারিশ্রমিক দিতে হতো, সেটা আমাদের মাথায় থাকে না। নারীরা ঘরের যেসব কাজ করে সেটার একটা মূল্য রয়েছে। কিন্তু তারা সেটার বিনিময়ে টাকা নেননা, সেটা একটা ব্যাপার। কিন্তু কাজটি একটি মূল্যের আওতায় আনা উচিত।

[৫] দীপু মনি আরোও বলেন, নারীদের সকল প্রতিবন্ধকতা পেরোবার যে অন্তর্নিহিত শক্তি রয়েছে, তা দিয়েই নারীরা এখন এগিয়ে যাচ্ছে। তাকে দোষারোপ নয়, বরং তার প্রতিবন্ধকতাগুলো দূর করতে সমাজকে এগিয়ে আসতে হবে। তাদের যেন সবসময় এাঁ করো না, ওটা করো না শুনতে না হয়। এখন মেয়েরা সব জায়গায় ভালো করছে। আগে সুযোগ দেওয়া হতো না। এখন সুযোগ দেওয়া হচ্ছে, ফলে মেয়েরা যোগ্যতার প্রমাণের সুযোগ পাচ্ছে।

[৫] এর আগে সকালে অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান ।

[৬] উদ্বোধনী বক্তব্যে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাজ পরিবর্তন ও নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালনের জন্য ছাত্রীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সব ধরনের সহিংসতার বিরুদ্ধে ছাত্রীদের সোচ্চার হতে হবে এবং সাহসিকতার সঙ্গে অপশক্তিকে মোকাবেলা করতে হবে। সহিংসতামুক্ত নিরাপদ সমাজ গড়ে তোলার লক্ষ্যে নারী অধিকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ওপরে আমাদের গুরুত্ব দিতে হবে ।

[৭] দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় ২০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে।

[৮] অলিম্পিয়াডের আয়োজনে ছিলো গণিত বিষয়ে উপস্থাপনা, বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। পরে বিকাল বিজয়ীদের মধ্যে সনদ, ক্রেস্ট, ও প্রাইজ মানি প্রদান হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী, এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি অধ্যাপক ড. পারভীন হাসান, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদার, অধ্যাপক ড. শহিদুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়