শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ১০:২০ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকায় নিহত আলভীও জান্নাতের শেষ ঠিকানা নীজ গ্রাম শ্রীনগরে

শ্রীনগর প্রতিনিধি: [২] ঢাকার খিলগাঁয়ের গোড়ানে মায়ের হাতে খুন হওয়া দুই শিশু আলভী (১২),জান্নাত(৪)এর শেষ ঠিকানা হলো, তাদের নীজ গ্রাম মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখালে।

[৩] শনিবার রাত নয়টায় রাড়িখার জামে মসজিদে জানাজা শেষে রাড়িখাল কবরস্থানে সমাহিত করা হয়।উল্লেখ গত শুক্রবার ভোর রাতে তাদের মা আরিফুননেছা পপি ধারালো বটিও ছুড়ি দিয়ে তাদেরকে জবাই করে হত্যা করে নীজ শরীরে আগুন দেয় । আগুনে তার শরীরে আঠারো শতাংশ ঝলসে যেয়ে ঢাকা মেডিকেলের র্বান ইউনিটে চিকিৎসাধীন আছেন ।

[৪] আলভী ও জান্নাতে নীজ গ্রাম রাড়িখালে সরোজমিনে যানাযায় , তাদের বাবা মোজাম্মেল হেসেন বিপ্লব ১৩ বছর আগে মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার কুসুমপুর গ্রামের আরিফুননেছা পপিকে বিয়ে করে । বিয়ের পর থেকে বসবাস করা নিয়ে দাম্পত্য কলহর স্এূপাত সৃষ্টি হয় । যেহেতু পপির পরিবার ঢাকায় বসবাস করে সেহেতু পপি চাইতো বিপ্লব ঢাকায় বাসা ভাড়া করে থাকবে। পাশাপাশি বিপ্লবের ব্যবসা ও বসত বাড়ি গ্রামে তাই বিপ্লব চাইতো পপিকে বাবা মার সাথে গ্রামের বাড়িতে রাখতে এই নিয়ে দাম্পত্য কলহ লেগেই থাকতো । বিপ্লব বাধ্যহয় বিয়ের এক বছরের মাথায় ঢাকায় বাসা নিতে । বিপ্লবের পরিবার ঢাকায় আর বিপ্লবের ব্যবসার কারনে গ্রামে থাকতে হয় ।

[৫] এভাবে পার করে তেরটি বসন্ত এরি মাঝে তাদের কোল জুড়ে আসে দুটি ফুটফুটে কন্যা সন্তান । আলভীও জান্নাত দেখতে দেখেতে বড় হয়ে উঠে তারা। কিন্তু বিপ্লবও পপির দাম্পত্য কলহ বেরেই চলে । দিন দিন তাদের দাস্পত্য জীবনে দুরত্ব সৃষ্টি হয়। একে অপরের উপর সন্দেহের দানা বাধে।

[৬] র্সবশেষ গত সপ্তাহে বিপ্লব পপিকে শ্রীনগর উপজেলায় বাসা ভাড়া করে থাকতে বলে ,পপি তাতে রাজি না হওয়ায় বিপ্লব তোর সন্তানদেরকে নিয়ে আসতে চায় । পপি তাতে রাজি না হয়ে উপরন্ত রেগে যায় এবং সন্তানদের হত্যার হুমকি দেয়। ইদানিং বিপ্লব পরিবারের খোঁজ খবর কম নেওয়ায় ,পপির পরিবারের সন্দেহ বিপ্লব পরোকিয়ায় জড়িত হয়ে পরেছে । উল্লেখিত কারনে পপি তার নীজ সন্তানকে হত্যা করেছে বলে এলাবাসী মনে করে । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়