শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণতন্ত্র ফিরিয়ে না আসলে নারীদের অধিকার ফিরে পাওয়া যাবে না, বললেন মির্জা ফখরুল

শিমুল মাহমুদ : [২] বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের মহিলারা অত্যন্ত নিষ্ঠাবান, পরিবারগুলোকে তারাই ধরে রাখেন। পরিবারের জন্য কাজ করে যান নিরলসভাবে।

[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের সারা বিশ্বের মহিলাদের যতোটুকু প্রাপ্তি এসেছে সেটা আন্দোলনের মধ্য দিয়ে। কিন্তু, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে যখন আপনারা আন্তর্জাতিক নারী দিবস পালন করছেন, তখন দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যিনি এই দেশের মহিলাদের জন্য বহু রকম উন্নয়নমূলক কাজ করেছেন, নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেছেন, সেই নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে।

[৪] মহিলা দলের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কে শপথ নিতে হবে আন্তর্জাতিক নারী দিবসে শুধু আপনাদের অধিকার আদায়ের জন্য নয় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আপনাদেরকে লড়াই-সংগ্রাম করতে হবে। গণতন্ত্র যদি না থাকে তাহলে নারীর অধিকার থাকবে না।
[৫] রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত র্যালীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

[৬] র‌্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান,সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক হেলেন জেরিন খান এবং বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা সহ- সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়