শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাশরাফির সাথে আমার সম্পর্ক পরিবারকেও ছাড়িয়ে গেছে, খুব বেশি মিস করবো তাকে, বললেন সাকিব

রাকিব উদ্দীন : [২] মাশরাফি বিন মর্তুজার বিদায়ী ম্যাচের শেষদিকে সবাই যখন তাকে ঘিরে রয়েছে ঠিক সেই মুহূর্তেই তিনি বললেন, এতো কিছুর মাঝেও সাকিবকে মিস করছেন তিনি। এ থেকে বুঝা যায় দুজনের সম্পর্ক কতোটা গভীর। সাকিবও জানিয়েছেন মাশরাফির প্রতি তার ভালোবাসার কথা। সাবেক এ কাপ্তানের প্রতি শুভকামনা জানিয়ে মিস করার কথাও বলতে ভুলেননি সাকিব।

[৩] যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক অনুষ্ঠানে মাশরাফিকে নিয়ে স্মৃতিচারণ করেন সাকিব। তিনি বলেন, ‘মাশরাফি ভাই তখন কয়েকটা ম্যাচ খেলেছে। আমাদের ক্যাম্পে এসে অনুশীলন করত। সেই থেকেই তার সাথে পরিচয়। অভিষেকের পর থেকে ২০১১-১২ পর্যন্ত একসাথে থাকতাম। বিয়ের পর দুজনেরই পরিবার ছিল, রুমে তাই বেশিক্ষণ একসাথে থাকা হত না। এর আগে আমরা এত কাছাকাছি ছিলাম, খাওয়া থেকে শুরু করে চলাফেরা করতাম একসাথে। অন্যরকম একটা অন্তরঙ্গতা। ভালো খারাপ মিলিয়ে এত স্মৃতি আছে, যা চিন্তার বাইরে।’

[৪] উঠে আসে মাশরাফির ‘মিস করা’র প্রসঙ্গও। সাকিব বলেন, ‘আমার ক্ষেত্রে যদি এরকম হয়, উনার ক্ষেত্রেও একই হওয়ার কথা। আমাদের এত বেশ স্মৃতি ক্যারিয়ারে। ক্রিকেট শুরুর আগে থেকেই আমাদের সম্পর্ক। মিস করা এসব কারণেই। আমার ১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের আগের ৫ বছর মিলিয়ে পুরো ১৮ বছর উনাকে চিনি। এটা অনেক বড় সম্পর্ক। এটা পরিবারকেও কখনো ছাড়িয়ে যায়। আমরাও তাকে মিস করব। আমার দিক থেকে অনেক বেশি। এতদিনের একজন সঙ্গীকে যখন আপনি হারাবেন। উনার অনেক দায়িত্ব এখনো আছে। আশা করি ক্রিকেট মাঠের মত সব দায়িত্ব এখনো পালন করতে পারবেন।’

[৫] অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে ক্রিকেটকে এখনো বিদায় বলেননি দেশের সফলতম ওয়ানডে অধিনায়ক। নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলের হয়ে দুজনে আরও অনেক ম্যাচ খেলবেন, প্রত্যাশা সাকিবের, ‘আমি নিশ্চিত, উনি যেহেতু শুধু অধিনায়কত্ব ছাড়লেন, বেশ কিছু সময় আছে, বেশ কিছু দিন একসাথে খেলতে পারব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়