শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আইসিটি শিক্ষা ব্যবস্থায় গ্রাম ও শহরের বৈষম্য কমাতে ৯৩৯ কোটি টাকার প্রকল্প নিচ্ছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়

এস.ইসলাম জয় : [২] তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসায় ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন’ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যেই শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির অবাধ সংযুক্তি ঘটাতে চাইছে সরকার। আধুনিক ও ডিজিটালাইজেশন করার লক্ষ্যে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব তৈরি করা হয়েছে এ প্রকল্পের মাধ্যমেই।

[৩] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, সারাদেশে অনলাইনে মাধ্যমে ঢাকা থেকে সরাসরি গ্রামাঞ্চলের স্কুুল-কলেজের শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের লেকচার সম্প্রচার করা হবে। এতে করে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা উন্নত শিক্ষা পাবে। যাতে বিদেশে পড়াশুনা করতে গেলে ঢাকার বাইরের শিক্ষার্থীরা কোন সমস্যায় না পড়ে।

[৪] তিনি বলেন, স্যাটেলাইট ল্যাব স্থাপনের মাধ্যমে নয়টি বিদেশী ভাষা শেখানো হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি ভাষা শেখানো হচ্ছে। আমাদের মূল উদেশ্য হচ্ছে আইসিটি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা দেওয়া।

[৫] তিনি আরও বলেন, ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন’ শীর্ষক প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের পর এর বাস্তবায়নের কাজ পুরোদমে শুরু করা হবে। প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে জুন ২০২৩ সালে বাস্তবায়ন করা হবে। আমরা আশা করছি প্রকল্পটি শীঘ্রই একনেক সভায় অনুমোদন পাবে।

[৬] সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, এসব ল্যাবে কোরিয়ান, চাইনিজ, জাপানিজ, রাশিয়ান, স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইংরেজি, আরবিসহ ৯টি ভাষা শেখানো হবে। ভাষা প্রশিক্ষণ ল্যাবের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে একটি সফওয়্যার তৈরি করা হয়েছে। সম্পাদনায়: সাইদ রিপন

  • সর্বশেষ
  • জনপ্রিয়