শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় সন্ত্রাসী যুবকের ছুরিকাঘাতে এক ব্যাক্তি নিহত

আরএইচ রফিক,বগুড়া প্রতিনিধি :[২]  বগুড়ার শাজাহানপুরে এলাকার চিহ্নিত সন্ত্রাসীর ছুরিকাঘাতে আব্দুল হাকিম (৫৯) নামের এক ব্যাক্তি খুন হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টার দিকে শাহজাহানপুর উপজেলার পোয়ালগাছা এলাকায় । নিহত আব্দুল হাকিম উপজেলার গোহাইল ইউনিয়নের বেড়াগাড়ি গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।

[৩] জানা গেছে, আব্দুল হাকিম শনিবার রাত ৯টার দিকে এলাকার ীয় পোয়ালগাছা বাজার থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির সন্নিকটে পৌছলে এলাকার এক যুবক তার সাইকেলের গতীরোধ করে । এর এক পর্যায়ে ওই যুবক আব্দুল হাকিমের গলায় ছুরিকাঘাত করলে সে রাস্তায় লুটিয়ে পড়লে খুনি পালিয়ে যায় ।
পরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় আব্দুল হাকিমকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাকিমকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, নিহত ব্যক্তি এলাকায় বিচার সালিশ করে থাকেন। সমপ্রতি এলাকার একজন মাদক সেবীর সালিশ বিচার করায় ক্ষুব্ধ হয়ে সে যুবক এই হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে।
এ বিষয়ে শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আমবার হোসেন এর সাথে যোগাযোগ করে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,হত্যাকান্ডের সঠিক কারন ষ্পষ্ট নয় । তবে প্রাথমিক ভাবে হত্যাকান্ডের সাথে জরিত যুবককে সনাক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়