শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০৭:০৫ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীর অর্জনের উদযাপনটা কীভাবে হবে?

 

সওগাত আলী সাগর: আন্তর্জাতিক নারী দিবস- International Womens Day-  সবার কাছে একই রকম অর্থ নিয়ে আসে না। দেশভেদে, মানুষভেদে, মানুষের শ্রেণীভেদে এর অর্থ ভিন্ন ভিন্ন হয়, এর উদযাপনও ভিন্ন হয়। মাতৃভূমি বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবসের যে অর্থ কিংবা গুরুত্ব, আবাসভূমি কানাডায় তা সম্পূর্ণ ভিন্ন। হয়তোবা পশ্চিমা দেশগুলোর কাছেই ভিন্ন অর্থ বহন করে। কানাডার কাছে আন্তর্জাতিক নারী দিবস কী? কানাডার কাছে আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উন্নয়নে নারীর অর্জনের স্বীকৃতি এবং তা উদযাপন, যা কিছু এখনো করা বাকি, সেগুলো চিহ্নিত করে সে সম্পর্কে সচেতনতা তৈরি। সচেতনতা তৈরির বিষয়টা বুঝলাম, কিন্তু নারীর অর্জনের উদযাপনটা কীভাবে হবে? আন্তর্জাতিক নারী দিবসে এবার কানাডা মূল প্রতিপাদ্য নির্ধারন করেছে –‘Of You’ ‘তোমার জন্য হে নারী আমাদের যা কিছু অর্জন’- সেগুলো সবাইকে জানাতে চায় কানাডা। আর সেটি করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চালু করেছে হ্যাশট্যাগ #Because Of You. রাষ্ট্র থেকে শুরু করে সমাজ, এমনকি ব্যক্তি জীবনে ‘চেঞ্জমেকার’ হিসেবে ভূমিকা রাখা নারীদের কথা এই হ্যাশট্যাগে বলতে বলছে কানাডা।

রাষ্ট্র তার নাগরিকদের বলছে, সকল লিঙ্গের মানুষের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সমতা অর্জনে ভূমিকা রাখা নারীদের কথা সমাজকে জানাও, তাদের কথা সবাইকে বলে দাও। রাষ্ট্র নিশ্চয়ই রাষ্ট্রীয় পর্যায়ে ভূমিকা রাখা নারীদের কথা বলবে, জনপ্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকার চেঞ্জমেকার নারীদের সম্পর্কে বলতে, জানাতে শুরু করেছেন। বাঙালি অধ্যুষিত স্কারবোরো সাউথওয়েস্টের এমপি এবং ফেডারেল মন্ত্রী বিল ব্লেয়ার (আমি এই নির্বাচনী এলাকার বলে এর কথাই উল্লেখ করলাম) তার নির্বাচনী এলাকার ‘চেঞ্জ মেকার’ পাঁচ নারীকে নিয়ে সামাজিক যোগযোগের মাধ্যমে পোষ্ট দিতে শুরু করেছেন। প্রথম দিনেই তিনি যে নারীর কথা বলেছেন, তিনি আফসানা চৌধুরী, একজন বাংলাদেশি কানাডীয়ান।

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আমি আমার চোখে একজন চেঞ্জমেকার নারীর নাম ঘোষণা করবো। কেন তিনি আমার চোখে ‘চেঞ্জমেকার’ তাও বলবো। আপনিও সেটি করতে পারেন। আপনার চোখে একজন চেঞ্জমেকার নারীকে সবার সামনে তুলে ধরুন #ইবপধঁংব ঙভ ণড়ঁ এই হ্যাশট্যাগে। সেই নারী আপনার পরিবারের সদস্য হতে পারেন, হতে পারেন কমিউনিটির কেউ। সমাজে, আপনার জীবনে নারীর ভূমিকাকে স্বীকার করে তাকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে পালিত হোক এবারের আন্তর্জাতিক নারী দিবস। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়