শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনাভাইরাস নিয়ে বিজেপি নেতাকে সতর্ক করলেন মোদি

যুগান্তর :[২] করোনাভাইরাস আতংকে বিজেপি নেতাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজে হলি উৎসবে সামিল হচ্ছেন না।

দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য সভাপতির কাছ থেকে পশ্চিমবঙ্গের খোঁজখবর নেন মোদি। বিজেপি নেতা দিলীপ বলেছেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, বড় জমায়েত করবেন না। সতর্ক থাকবেন’। খবর জিনিউজের।

[৩]খবরে বলা হয়, মোদির সঙ্গে বৈঠকে অনুমতি নিয়ে এসেছেন দিলীপ ঘোষ। বড় দাদার মতো সতর্কও করে দিয়েছেন তিনি।

[৪]করোনাভাইরাস সংক্রমণ এড়াতে বিশেষজ্ঞরা মোদিকে হোলি উৎসবে অংশ না নেয়ার পরামর্শ দিয়েছেন। তা মেনে এবছর উৎসবে সামিল হচ্ছেন না মোদি। দলের নেতাদেরও সাবধান থাকার বার্তা দিয়েছেন। কিন্তু বছরে একবার দোল আসে, তাই উৎসব থেকে বিরত থাকতে চাননি বিজেপির রাজ্য সভাপতি।

মোদির অনুমতি মেলার পর দিলীপ বলেন, ‘দোলে আমি বেরোব। একটা সামাজিক উৎসবে বহু লোকের সঙ্গে যোগাযোগ হয়। জনসম্পর্ক করতে বেরোব। মানুষের সঙ্গে দেখা করব।’

[৫]করোনা নিয়ে কেন্দ্রীয় সরকারের তৎপরতার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, দিল্লির হিংসা থেকে নজর ঘোরাতে করোনা নিয়ে প্রচার চলছে। শুক্রবার রাজ্যে করোনার মোকাবিলায় বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দেন, কীভাবে স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

[৬]মমতার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘করোনা নিয়ে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেওয়ায় মুখ্যমন্ত্রীর কষ্ট হয়েছিল। উনি দেশের বড় ডাক্তার। উনি বলেছেন, বাংলায় ভয় নেই। কী অস্ত্র আছে ওনার কাছে তা উনিই জানেন। রাজনৈতিক কথাবার্তায় জীবন বিপন্ন করবেন না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়