শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০৫:০০ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আরবী ভাষায় সব চেয়ে বড় অডিও বুক ’কিতাব সাওতি’

সিরাজুল ইসলাম: [২] বইটি আবিস্কারের পেছনে রয়েছে সুইডেনের যুবক সেবাসটিয়ান বন্ড। আরব নিউজ
[৩] বন্ড বলেন, ২০১৬ সালে তিনি একটি প্রকল্প হাতে নেন। সিরিয়া থেকে সুইডেনে আসা শিশুদের আরবী ভাষা শেখানোই এর উদ্দেশ্য। তাদের সমাজে একিভুত হওয়া সিরিয় শিশুদের তাদের আরব পচিয় সংরক্ষণে সহায়তা করতে চান তিনি।
[৪] কিতাব সাওতি মূলত একটি প্রকাশনা সংস্থা। আরবী ভাষায় বই প্রকাশ করে- এমন প্রধান প্রকাশনীর সঙ্গে কাজ করেন তারা। তিনি ওই প্রকাশনীর বিক্রয় বিভাগের উপদেষ্টা। তিনি লক্ষ্য করেন- আরবী ভাষার অডিও বুকের ব্যাপক চাহিদা রয়েছে। সরকারি স্কুলের যেসব শিক্ষার্থী আরব থেকে এসেছে, তাদের কাছে এ বইয়ের চাহিদা সব চেয়ে বেশি।
[৫] সুইডেনে আরবী দ্বিতীয় ভাষা। কারণ গত পাঁচ বছরে বিপুল শরণার্থী দেশটিতে রাজনৈতিক আশ্রয় পেয়েছে। অনেক পন্ডিত তাদের মাঝে আরবী অডিও বুক দেয়ার চেষ্টা করেও পারেননি। বন্ড অনেক এ ভাষায় বাচ্চাদের বই, উপন্যাস এবং জনপ্রিয় গল্প প্রকাশ করেছেন।
[৬] হানান আল কিতাইবি নামে এক সৌদি নারী বলেন, তিনি সম্প্রতি কিতার সাওতিতে যোগ দিয়েছেন। এ থেকে বই শোনা বড় বিনিয়োগ। গাড়ি চালানো কিংবা এ ধরণের কাজে এটা বেশ উপকারে আসে। তিনি বলেন, এটা বই পড়ার বেশ ভালো বিকল্প। এটা সময় বাঁচায়। অনেক মজার জিনিস শিখতে সহায়ক। এ প্ল্যাটফর্মে সহজেই বিপুল বই পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়