শিরোনাম
◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়া কাপ পাকিস্তানে হচ্ছে না, নিশ্চিত করলেন পিসিবি সভাপতি

এল আর বাদল : [২] এশিয়া কাপ আয়োজন নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি জানিয়েছেন, আসন্ন এশিয়া কাপ পাকিস্তানে হচ্ছে না।
[৩] তবে পাকিস্তানের আয়োজনে এশিয়া কাপের আসর বসবে নিরপেক্ষ ভেন্যুতে। অর্থাৎ, আসরে স্বাগতিক দেশের মর্যাদা পাবে পাকিস্তানই। এবার তাই অপেক্ষা- নিরপেক্ষ ভেন্যু কে হবে তা দেখার।

[৪] এ বছরই মাঠে গড়াবে এশিয়া কাপ ক্রিকেটের ১৫তম আসর। আয়োজনকে সামনে রেখে মুখোমুখি অবস্থানে ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। পাকিস্তান এই আসর আয়োজনের কথা থাকলেও ভারতের অনড় অবস্থানের কারণে পিছু হটতে বাধ্য হয়েছে পাকিস্তান।

[৫] এশিয়া কাপের গত আসর ভারতে হওয়ার কথা থাকলেও পাকিস্তানের আপত্তিতে আরব আমিরাতে আয়োজিত হয়, যার আয়োজক ছিলো ভারত। এবার একই পন্থা অবলম্বন করছে পাকিস্তান। ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে নারাজ। এমনকি দিয়ে রেখেছে বর্জনের হুমকিও। পাকিস্তান তাই সংঘর্ষ এড়াতে নিরপেক্ষ ভেন্যুতে আসর আয়োজন করবে।

[৬] পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি বলেন, আমরা যদি এশিয়া কাপ পাকিস্তানে আয়োজনের ব্যাপারে জোরালো অবস্থান নিই, তা হলে ভারত এই টুর্নামেন্টে অংশ নেবে না। এরপর ভারতীয় বোর্ড এ নিয়ে কী বললো তা নিয়ে অবশ্য আমরা মোটে চিন্তিত নই। এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব তাই পাকিস্তানের উপরই থাকছে। তবে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে।

[৭] নিরপেক্ষ ভেন্যু বাছাই করতে হলে এগিয়ে থাকবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আরব আমিরাতের নাম। তবে করোনাভাইরাস আতঙ্কে আরব আমিরাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সভাই বসতে পারেনি। এই বিষয়টি ভেবেই তাই নিরপেক্ষ ভেন্যু চূড়ান্তের সিদ্ধান্ত নিতে হবে এসিসি ও পিসিবিকে।-বিডি ক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়