শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে দরিদ্র মুক্তিযোদ্ধার গাছ কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ

এইচ এম মিলন, মাদারীপুর প্রতিনিধি : [২] জমি সংক্রান্ত বিরোধের জেরে মাদারীপুরের কালকিনিতে জয়নাল সরদার নামে এক অসহায় দরিদ্র মুক্তিযোদ্ধার বাড়ির পাশের জমিতে লাগানো চাম্বুল ও মেহেগনিসহ প্রায় ৩০টি গাছ কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ। শুক্রবার দুপুর এ ঘটনা ঘটে। এ বিষয় ওই মুক্তিযোদ্ধা আজ শনিবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করেছেন।

[৩] এলাকা ও ভুক্তভোগীর অভিযোগ সুত্রে জানাগেছে, পৌর এলাকার শিকারমঙ্গল এলাকার মুক্তিযোদ্ধা জয়নাল সরদারের বাড়ির পাশের শিকারমঙ্গল মৌজার ৮৩৬ নং খতিয়ানের ৫০৮ নং দাগে ২০ শতাংশ জমি রয়েছে। ওই জমিতে তিনি প্রায় ২০ বছর আগে চাম্বুল ও মেহেগনিসহ শতাধিক গাছ রোপন করেন। কিন্তু এ জমি নিয়ে মুক্তিযোদ্ধ জয়নাল সরদারের সঙ্গে একেই এলাকার কাশেম সরদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

[৪] এর জেরে প্রথম থেকেই জমি দখলের চেষ্টা করে আসছে কাশেম সরদার। এ ঘটনায় মুক্তিযোদ্ধা জয়নাল বাদী হয়ে কাশেমসহ ৪ জনকে আসামী করে মাদারীপুর আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। কিন্তু এ মামলা করায় কাশেম সরদার ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে ওই বিরোধপূর্ন জমি থেকে ৩০টি গাছ কেটে ফেলেন।

[৫] ভুক্তভোগী মুক্তিযোদ্ধ জয়নাল সরদার কান্না জরিত কন্ঠে বলেন, আমার পৈত্রিক জমিতে আমার লাগানো গাছগুলো কেটে নিয়ে গেছে প্রভাবশালী কাশেম ও তার লোকজনেরা। আমার কোন শক্তি না থাকায় কাশেম গাছগুলো নিয়ে গেছে। আমার টাকা পয়শা নাই আমি কোথায়ও কোন সঠিক বিচার পেলাম না।

[৬] অভিযুক্ত কাশেম সরদার বলেন, ওই জমি আমার, তাই গাছ কেটেছি। আমার কাগজপত্র আছে।

[৭] কালকিনি থানার ওসি মো: নাসিরউদ্দিন মৃধা বলেন, মুক্তিযোদ্ধা জয়নাল সরদার থানায় মামলা করলে আমরা ব্যবস্থা নেব। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়