শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাগরিকদের ঋণ শোধে ২.৭ বিলিয়ন ডলার দিল আমিরাত সরকার, বেতন বৃদ্ধি

রাশিদ রিয়াজ: [২] আমিরাতের নাগরিকদের মধ্যে যারা নিম্নআয়ের হওয়ার কারণে ঋণগ্রস্ত তাদের মুক্তি দিতেই এ উদ্যোগ নেয়া হয় দেশটির ৪০তম জাতীয় দিবস উপলক্ষে। আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের দেয়া এ সাহায্যের পরিমান স্থানীয় মুদ্রায় ১০ বিলিয়ন আমিরাতি দিনার। এরাবিয়ান বিজনেস

[৩] এছাড়া আমিরাতের বিচার বিভাগ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে গত জানুয়ারি মাস থেকে কর্মরত লোকবলের বেতন বৃদ্ধি করা হয়েছে।

[৪] ১৯৭১ সালে মধ্যপ্রাচ্যে আমিরাতের জন্ম হয় এবং দেশটির জনগণের মাথাপিছু আয় ৪৮ হাজার ৬০০ ডলার।

[৫] কিন্তু এরপরও যে সব আমিরাতি নাগরিক ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তাদের ঋণের টাকা ফেরত দিতেই দেশটির সরকার এ উদ্যোগ নিয়েছে।

[৬] বেতন বৃদ্ধির ক্ষেত্রে সিনিয়র কর্মকর্তাদের ৩৫ ও মধ্যম মানের লোকবলের জন্যে ৪৫ শতাংশ বাড়ানো হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন এধরনের বেতন বৃদ্ধিতে দেশটির ২০ শতাংশ মানুষ উপকৃত হবে কারণ নিম্নআয়ের মানুষের সংখ্যা আমিরাতে ৫ লাখ।

[৭] আমিরাতের জনগণের ব্যয় দেশটির বাজেটের মাত্র ১১ শতাংশ। আমিরাত সরকার তিন বছর আগে নিম্ন আয়ের লোকদের জীবন মানোন্নয়নে ১.৬ বিলিয়ন ডলার খরচ করেছে। এছাড়া সামরিক বাহিনীর পেনসন বৃদ্ধি করেছে ৭০ শতাংশ।

[৮] এবছর আমিরাতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৪.২ শতাংশে পৌঁছে যাবে। তেল রফতানিকারক এই দেশটির অর্থনীতির আকার ২৯৭ বিলিয়ন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়