শিরোনাম

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহনগঞ্জ হাসপাতালে রোগীকে মেয়াদহীন স্যালাইন পুশ, হাসপাতাল জুড়ে আতঙ্ক

সাইফুল আরিফ, মোহনগঞ্জ প্রতিনিধি :[২] নেত্রকেনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কল্পনা রাণী (৫৫) নামে এক নারীর শরীরে পরপর মেয়াদ উত্তীর্ণ দুইটি সেলাইন পুশ করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক দেখা দেয়। পরে এ ঘটনা শুনে রাতেই হাসপাতালে ছুটে যান উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল। তিনি রোগীর খোঁজ খবর নেন এবং হাসপাতালে আরো মেয়াদ উত্তীর্ণ ওষুধ পান। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

[৩] কল্পনা রাণীর বাসা পৌরশহরের আল মবিন রোডে। কল্পনা রাণীর ছেলে গোবিন্দ চন্দ্র সরকার জানায়, 'সকালে ভর্তি করেছি। সেলাইন চলার এক পর্যায়ে রাতের বেলায় টের পাই যে সেলাইন দেয়া হচ্ছে এগুলোর মেয়াদ শেষ হয়েছে গত বছর। বিষয়টি সাথে সাথে নার্সকে জানাই। ততক্ষণে একটি সেলাইন শেষ হয়ে আরেকটিরও ৯০ ভাগ শেষ হয়ে গেছে। তবে বিউটি নামের ওই নার্স আমাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। মেয়াদহীন সেলাইন দেয়ায় আমার মায়ের জীবন নিয়ে আতঙ্কে আছি।

[৪] এ খবর পৌঁছে যায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান পর্যন্ত। তিনি সকালে হাসপাতাল পরিদর্শন করে সংশ্লিষ্ট সবাইকে আরো সতর্কভাবে কাজ করার পরামর্শ দেন। মোহনগঞ্জ হাসপাতালের হাসপাতালের টিএইচও নুর মোহাম্মদ শামসুল আলম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর-দুরান্ত থেকে অনেক রোগী আসে ফলে চাপের কারণে এমনটা হয়েছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়