শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ১১:৫২ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ ৭ অপহরণকারী আটক

সুজন কৈরী: [২] রাজধানীর শাহআলীর উত্তর বিশিল এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে মো. আব্দুল হামিদ (৫০) নামের অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব-৪। আটক করেছে অপহরণকারী চক্রের ৭ সদস্যকে। আটককরা হলেন- সোহাগী বেগম (৪৮), স্বর্ণা আক্তার (১৯), শয়ন হোসেন (২০), নয়ন হোসেন (২১), রিতা বেগম (৪০), রাজিয়া সুলতানা রিমা (৪০) ও আ. জলিল (৪৫)। তাদের কাছ থেকে মুক্তিপণ বাবদ নেয়া নগদ ৩০ হাজার টাকা, ও ৫টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। অপহরণের ঘটনায় তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

[৩] ভুক্তভোগী হামিদকে পূর্ব পরিচিত সোহাগী বেগম ফোন করে ডেকে শুক্রবার উত্তর বিসিলে তার ভাড়া বাসায় নিয়ে যায়। এরপর সেখানে তাকে আটকে মারধর করে তার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় মেরে ফেলার হুমকি দেয়া হয়। সেইসঙ্গে ভুক্তভোগীর কাছে থাকা নগদ ১০ হাজার টাকা এবং তার মোবাইল থেকে ফোন দিয়ে পরিচিত লোকজনের কাছ থেকে আরও ৪৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করে।

[৪] এ বিষয়ে ভুক্তভোগীর স্বজনরা র‌্যাব-৪ এ লিখিত অভিযোগ দেন। এরপর ব্যাটালিয়নের একটি দল অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বর পর্যালোচনা করে অভিযান চালিয়ে চক্রের ৭ জনকে আটক করে। সেইসঙ্গে অপহৃত আব্দুল হামিদকে উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়