শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানবিক দিক বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের প্রতি বোন সেলিমা ইসলামের আহ্বান

শিমুল মাহমুদ: [২] শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়( বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমরা চাচ্ছি সরকার মানবিক কারণে তাকে মুক্তি দিক।

[৩] বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেমন দেখলেন, সাংবাদিকদের এমন প্রশ্নে বোন সেলিমা ইসলাম বলেন, উনার স্বাস্থ্যের অবস্থা আগের মতই আছে। শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছিল না, উনার বা হাতটা তো সম্পূর্ণ বেঁকে গেছে, ডান হাতটাও বেঁকে যাচ্ছে। সোজা হয়ে দাঁড়াতে পারছে না, খেতে পারছে না, বমি হয়ে যাচ্ছে।

[৪] খালেদা জিয়ার মামলার সর্বশেষ যে জামিন আবেদন করা হয়েছে সে বিষয়ে তিনি জানেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে সেলিম ইসলাম বলেন, উনি এসব বিষয়ে সব কিছুই জানেন। আমরা মনে করি, মানবিক কারণে তাকে মুক্তি দেয়া উচিত। তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। এতকিছুর পরেও আমরা তাকে জীবিত অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে যেতে পারবো কিনা সেটা নিয়ে সন্দিহান। আমরা তো বলছি সরকার অন্তত মানবিক দিকটা বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিক।

এর আগে বিকাল তিনটায় সেলিম ইসলামসহ ভাই শামীম ইস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি সামিয়া ইস্কান্দার বিএসএমএমইউ হাসপাতালে প্রবেশ করেন। সঙ্গে নিয়ে যান বাসায় রান্না করা কিছু খাবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়