শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ১০:৫৮ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাবুলে বন্দুকধারীদের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জন, আইএসের দায় স্বীকার

মিরাজুল মারুফ: [২] স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হামলায় অন্তত ১৮ জন আহত হয়।

[৩] হাজারা নৃগোষ্ঠীর রাজনীতিবিদ আব্দুল আলী মাঞ্জারির স্মরণ সভায় এ ঘটনা ঘটে বলে জানায় বার্তাসংস্থা আমাক।

[৪] নিহতদের বেশিরভাগই শিয়াপন্থী।

[৫] গত বছর এরকম একটি অনুষ্ঠানে তাদের হামলায় ১১ জন নিহত হয়।

[৬] শহরের পূর্বদিক থেকে একটি নির্মাণাধীন ভবন থেকে ঘটনার সূএপাত হয়। খবর : রয়টার্স, ইয়ন নিউজ।

[৭] হাজারা নেতা মুহাম্মাদ মহাকিক টলো নিউজকে বলেন, গুলি শুরু হলে ঘটনাস্থল থেকে আমরা বের হয়ে যাই এবং সেখানে অনেককে পরে থাকতে দেখা যায়।

[৮] সভায় প্রেসিডেন্ট প্রার্থী আব্দুল্লাহসহ প্রথম সারির রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।

[৯] ঘটনাস্থল থেকে তারা নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়।

[১০] ঘটনাটি যুক্তরাষ্ট্র এবং তালেবান সরকারের চুক্তি স্বাক্ষরের ১ সপ্তাহেরও কম সময়ের মধ্যে ঘটল। চুক্তিটিতে ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তুলে নেয়ার কথা রয়েছে।

[১১] দেশটিতে বর্তমানে ব্যাপক সহিংসতা অব্যাহত রয়েছে।

[১২] তারা শিয়াস¤প্রদায়ের উপর বিভিন্ন সময়ে বোমা হামলা চালায়।

[১৩]সাম্প্রতিক সময়ে আইএস যুক্তরাষ্ট্র, আফগান বাহিনী এবং অন্যান্য বিদ্রোহিদের তৎপরতায় দুর্বল হয়ে পরে।

[১৪]আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার শহরে আইএস এখনও সক্রিয় রয়েছে যা পাকিস্তানের সীমান্ত শহর নাঙ্গরহার এর পাশে অবস্থিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়