শিরোনাম

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়েতের নিষেধাজ্ঞার কারণে ৭ ও ১০ মার্চের ফ্লাইট বাতিল করেছে বিমান

লাইজুল ইসলাম : [২] শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানিয়েছেন, আমরা কুয়েতের গেজেট হাতে পেয়েছি। এরপরই আপাতত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

[৩] তিনি বলেন, এই বিষয়ে বৃহত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে। কুয়েত হঠাৎ করেই বিমানের ফ্লাইট বন্ধ করে দেয়ায় যাত্রীরা কিছুটা সমস্যা পরবে। এদিক ওদিক ছোটাছুটি যাতে না করে সেজন্য ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত দ্রুত জানানো হয়েছে।

[৪] মোকাব্বির হোসেন বলেন, এই সময়টায় অনেক যাত্রীর ভিসার মেয়াদ শেষ হবে। অনেকের ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাবে। এসব যাত্রীদের নিয়ে কুয়েতের সিদ্ধান্ত কি সেটা এখনো জানা যায়নি। কুয়েতের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত জানার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিদ্ধান্ত নিবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়