শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ক্যারিবিয়দের প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক : [২] শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার প্রতিশোধ নিলো ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে থেকে শেষ ম্যাচে ৭ উইকেটের জয় নিয়ে লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো ক্যারিবিয়রা।

[৩] পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিক শ্রীলঙ্কা। দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় তারা। তারপর দলীয় ৪৮ রানে জোড়া আঘাত হানেন ফ্যাবিয়ান অ্যালেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভার শেষে সংগ্রহ করে ১৫৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন শানাকা। থিসারার ব্যাট থেকে আসে ১৩ বলে ২১ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুইটি উইকেট শিকার করেন অ্যালেন।

[৪] জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩ রানে প্রথম উইকেট হারায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্রেন্ড কিং ও আন্দ্রে রাসেলের ঝড়ো ইনিংসে জয় পেতে কোনো বেগ হয়নি তাদের। লাহিরু কুমারার শিকার হওয়ার আগে কিং করেন ৪৩ রান। ব্যাট হাতে স্বভাবসুলভ ঝড় তোলেন রাসেল; করেন ১৪ বলে অপরাজিত ৪০ রান। এছাড়া শিমরণ হেটমায়ার অপরাজিত থাকেন ৪৩ রান করে।

[৫] ৩ ওভার বাকি থাকতেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে ক্যারিবিয়ানরা। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পাশাপাশি শ্রীলঙ্কাকে ধবলধোলাই করল ওয়েস্ট ইন্ডিজ। এই হারের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার পরাজিত ম্যাচের সংখ্যা হলো ৬৫টি। তারপরেই লজ্জার এই রেকর্ডে যৌথভাবে আছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দুই দলেরই হারের সংখ্যা ৬২টি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়