শিরোনাম

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ ইরানে নবনির্বাচিত নারী এমপির মৃত্যু

ইসমাঈল আযহার : [২] কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ইরানে এবার এক নারী সংসদ সদস্যের মৃত্যু হয়েছে। তাসনিম অনলাইন, বাংলানিউজ

[৩] ফাতিমা রাহবার নামের ওই রাজনীতিবিদ সম্প্রতি ইরানের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার মৃত্যুর মাধ্যমে দেশটিতে এই প্রথম কোনো নারী রাজনীতিবিদের কোভিড-১৯ এ মৃত্যু হলো। খবরে তার বয়স সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। এর আগে ইরানে  কোভিড-১৯ এ কারণে সৃষ্ট কোভিড-১৯ এ রোগে দেশটির ছয়জন রাজনীতিক অথবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যু হয়।

[৪] ফাতিমা রাহবার সংসদে রাজধানী তেহরানের একজন প্রতিনিধি ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করে সার্বক্ষণিক অক্সিজেন দিয়ে রাখা হয়।

[৫] শুক্রবার ইরানে নতুন করো আরও একশ ২৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। যার মাধ্যমে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার সাতশ ৪৭ জনে পৌঁছেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক হাজার দুইশ ৩৪ জন।

[৬] একইসঙ্গে ওই সময়ে দুর্ভাগ্যবশত ১৭ জন কোভিড-১৯ এ রোগী মারা গেছেন, যার মাধ্যমে দেশটিতে কোভিড-১৯ রোগে মারা যাওয়ার সংখ্যা একশ ২৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে মুখপাত্র কিনৌশু জাহানপুর।

[৭] এর আগে, ইকনা আরবির সংবাদে জানানো হয় ইরান জুড়ে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় ইসলামিক প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে আন্তর্জাতিক পবিত্র কোরআনের প্রদর্শনী স্থগিত করা হয়েছে। পূর্বের বছরগুলোতে ইরানে রমজান মাসে পবিত্র কোরআনের আন্তর্জাতিক প্রদর্শনীটি অনুষ্ঠিত হতো। দেশটিতে কোভিড-১৯ ভয়াবহ রুপ নেওয়ায় এবছর সেই তারিখ পিছিয়ে দেয়া হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়