শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রামীন সংস্কৃতি ইউটিউব তুলে ধরে দেলোয়ারের মাসিক আয় ৬ লাখ টাকা (ভিডিও)

মাজহারুল ইসলাম : [২] আমাদের দেশীয় সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরেছে 'অ্যারাউন্ড মি বিডি'। এর সাবস্ক্রাইবার ২৪ লাখেরও বেশি। ২০১৬ সালে এ অসাধারণ উদ্যোগ নিয়েছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের স্কুল শিক্ষক দেলোয়ার হোসেন। তিনি জানান, নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতি জানাতে তার এ প্রয়াস।

[৩] ইউটিউবে তার ১টি ভিডিওটির ভিউয়ার ২ কোটি ৮৯ হাজার। শুধু তাই নয় এই চ্যানেলের প্রতিটি ভিডিওর ভিউয়ার প্রায় কোটির কাছাকাছি।

[৪] গ্রামীন সংস্কৃতি, জীবন ধারা এ সবই স্থান পায় চ্যানেলটিতে। যেমন ২০২০ সাল বরণ করে নিতে পুরো গ্রামবাসীর আয়োজন ছিলো ব্যতিক্রম। ৫টি ভেড়া ও ৮০ কেজি চাল দিয়ে তৈরি করা হয় খাবার। যা ওই গ্রামের প্রায় ৫'শ বাসিন্দা একসঙ্গে খেয়েছেন।

[৫] এ চ্যানেলের ক্যামেরাপারসনরাও খুশি। হাতেখড়ি না থাকলেও তাদের তোলা ছবি সারাবিশ্বের মানুষ দেখছে এটাই তাদের অনুপ্রেরণা। চ্যানেলটির ক্যামেরাপারসন জানান, প্রথমদিকে মোবইলে ভিডিও ধারণ করা হলেও বর্তমানে ডিজিটাল ক্যামেরায় ভিডিও ধারণ করা হয়। সূত্র : নিউজটুয়েন্টিফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়