শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা আতঙ্ক: ফ্রান্সে হাসপাতাল থেকে দুই হাজার মাস্ক চুরি

বাংলাদেশ প্রতিদিন :[২] চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। ইউরোপের দেশ ফ্রান্সে ইতিমধ্যে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়েছে। ফ্রান্সে নতুন করে ১৩৮ জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। সব মিলিয়ে এ পর্যন্ত দেশটিতে ৪২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭ জন মারা গেছে।

[৩]ভয়ঙ্কর এ ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার পর ফ্রান্সে অনেক জায়গায় মাস্ক সংকট দেখা দিয়েছে। কয়েকটি জায়গায় মাস্ক ডাকাতি বা চুরির ঘটনাও ঘটছে। সবশেষ ফ্রান্সের একটি হাসপাতাল থেকে দুই হাজার মাস্ক চুরির ঘটনা ঘটেছে।

[৪]দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইয়ের একটি হাসপাতালে এ ঘটনা ঘটেছে। চুরি যাওয়া মাস্কগুলো সার্জিক্যাল (অস্ত্রোপচার) মাস্ক ছিল বলে জানিয়েছে ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ।
মার্সেই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি যাওয়া মাস্কগুলো কেবল হাসপাতালের স্টাফ ও অস্ত্রোপচার হতে যাওয়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য রাখা হয়েছিল।

[৫]এদিকে, ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় ফ্রান্সে জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে বিদেশ সফরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বিশ্বের অন্যতম প্রসিদ্ধ "ল্যুভরে মিউজিয়াম"। চার দেওয়ালের মধ্যে পাঁচ হাজারের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

[৬]করোনাভাইরাসে ক্রমবর্ধমান পরিস্থিতিতে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভারান নাগরিকদের ‘লা বাইস’ বন্ধ করার পরামর্শ দিয়েছেন। এটি বন্ধুবান্ধব ও আত্মীয়দের মধ্যে চুম্বনের মাধ্যমে শুভেচ্ছা জানানোর একটি রীতি। সেখান থেকেও এই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এই বাড়তি সতর্কতা হিসেবে চুম্বন না করার কথা বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়