শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : [২] করোনাভাইরাস আতঙ্কের মধ্যে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচ আয়োজন করা সম্ভব কি না , তা খতিয়ে দেখছে ফিফা ও এএফসি। কয়েকদিন আগে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছিলেন, ফুটবলের চেয়ে মানুষের স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ কারণেই আমরা পুরো ব্যাপারটা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছি। অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা করে পরবতী ম্যাচগুলো দিনক্ষণ চূড়ান্ত করবো। ফলে সিলেটে আগামী ২৬ মার্চ ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে। খবর : ইএসপিএন, প্রথম আলো, গোল.কম।

[৩] এএফসির বিবৃতি দেখে বিষয়টি নিয়ে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম। তিনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে বিবৃতি দেখে এএফসির সঙ্গে যোগাযোগ করেছি। তারা আগামী সপ্তাহে আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কিছু বিষয় জানতে চেয়ে চিঠি দেবে। তবে এখন পর্যন্ত আফগানিস্তান ম্যাচের জন্যই তৈরি হচ্ছি আমরা। ম্যাচটির জন্য সবকিছুই প্রস্তুত।’

[৪] বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ৮ ম্যাচের ৪টি গত বছর খেলে ফেলেছে বাংলাদেশ। আফগানিস্তান, ভারত ও ওমানের সঙ্গে তিনটি অ্যাওয়ে আর এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের সঙ্গে ঢাকায় হোম ম্যাচ। বাকি চার ম্যাচের তিনটি এ বছর দেশের মাটিতে খেলবে জেমি ডের দল। ২৬ মার্চ আফগানিস্তান ম্যাচের পর ৩১ মার্চ কাতারের বিপক্ষে দোহায় খেলার কথা বাংলাদেশের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়