শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৮:৩২ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার, জানিয়েছে আইসিটি বিভাগ

এস. ইসলাম জয় : [২] দেশে ডিজিটাল সেন্টারের মাধ্যমে ১৫০ ধরনের সরকারি ও বেসরকারি সেবা নিশ্চিত করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বর্তমানে দেশের প্রায় ৯৯ শতাংশ মোবাইল নেটওয়ার্ক কভারেজের আওতায় এসেছে। গত বছরের অক্টোবরের হিসাব অনুযায়ী মোবাইল ফোন গ্রাহকের ১৬ কোটি ৪১ লাখ ৭০ হাজার। একই সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৯৫ লাখ ৬৫ হাজারে উন্নতি হয়েছে। সূত্রে এ তথ্য জানা গেছে।

[৩] সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ কার্যক্রমের মাধ্যমে দেশের ব্যাংক ও আর্থিক সেবার বাইরে থাকা প্রায় ৬০ শতাংশ মানুষকে আর্থিক সেবাভুক্তি কার্যক্রমের আওতায় আনা হয়েছে। তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে ব্যাংকিং সেবা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পৌঁছে গেছে। বর্তমানে দেশের অধিকাংশ সরকারি-বেসরকারি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন করছে। মোবাইল ব্যাংকিং অর্থ লেনদেনের একটি জনপ্রিয় মাধ্যম এবং অলটারনেটিভ পেমেন্ট চ্যানেল হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। ২০১৯ এর নভেম্বর পর্যন্ত এ চ্যানেলের মাধ্যমে প্রায় ৩৮ হাজার কোটি টাকা লেনদেন হয়। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহুমাত্রিক সমন্বয় করা হয়েছে। মূলত ডিজিটাল অন্তর্ভুক্তির কারণে অর্থ ব্যবস্থায় পদ্ধতিগত পরিবর্তন ঘটছে যা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।

[৪] মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ওয়ার্ড মিলে ডিজিটাল সেন্টারের সংখ্যা ৫ হাজার ৮৬৫টি। ডিজিটাল এ সুবিধার মাধ্যমে ইউনিয়নগুলোতেও ব্রডব্যান্ড ইন্টানেটের কানেক্টিভিটি পৌঁছে গেছে। বর্তমানে হাওড়, সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষসহ ‘কানেক্টিং বাংলাদেশ প্রকল্পের’ আওতায় ৭৭২টি দূর্গম ইউনিয়নের জনগোষ্ঠী ইন্টারনেট সুবিধা পাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়