শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খরস্রোতা মাথাভাঙ্গা অবৈধ দখলে নাব্যতা হারিয়ে এখন মরা খাল

তিমির চক্রবর্ত্তী : [২] চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এক সময়ের দূরন্ত খরস্রোতা মাথাভাঙ্গা নদীটি এখন নাব্যতা হারিয়ে এই অবস্থায় পরিণত হয়েছে। কালের কন্ঠ, দেশরূপান্তর, ইনকিলাপ

[৩] স্থানীয়রা মনে করেন, নদীর দুই পাড়ের ঢালু জমি দখল করে চাষাবাদ আর কোমর দিয়ে মাছ শিকারের কারণে দিনে দিনে ছোট্ট খালে পরিণত হয়েছে নদীটি। শুষ্ক মৌসুমে নদীটিতে পানি থাকে না বললেই চলে। দামুড়হুদা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ নদীটির দুই পাড়ের ঢালজুড়ে চলছে চাষাবাদ।

[৪] এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন বলেন, সি এস রেকর্ড ধরে নদীর ঢাল দখলমুক্ত করে চাষ বন্ধ করে প্রয়োজনীয় স্থানে দ্রুত খনন করে আগের অবস্থানে ফিরিয়ে আনা হবে।

[৫] দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়ুব আলী বলেন, জমি চাষই নদীটি ভরাট হওয়ার ৮০ শতাংশ কারণ। এছাড়া কোমড় ও বাঁধের কারণে স্রোত আটকানো ২০ ভাগ ভরাট হয়ে থাকে। নদীতে পানি না থাকায় আবাসস্থলের অভাবে বিলুপ্ত হচ্ছে দেশি মাছ। ঢাল কর্ষণ, কোমড় ও বাঁধ দিয়ে মাছ শিকার বন্ধ করে পুনঃখনন করলে আবার নাব্যতা ফিরে আসবে।

[৬] এর আগে গতবছর থেকে মাথাভাঙ্গা বাঁচাও এর দাবীতে মানববন্ধন করে আসছে বিভিন্ন সংগঠন। তারা প্রত্যেকেই এই নদী দখলমুক্ত করে পুন: খননের আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়