শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জটিলতা কাটিয়ে ৭৭ প্রেক্ষাগৃহে চলছে ‘শাহেনশাহ’, আয়-ব্যায় নিয়ে রয়েছে ভিন্নমত

শরীফ শাওন : [২] শাকিব খান ও নুসরাত ফারিয়া জুটির এই সিনেমাটি কয়েকবার মুক্তির তারিখ পিছিয়ে অবশেষে শুক্রবার (৬ মার্চ) থেকে প্রদর্শিত হচ্ছে। শাপলা মিডিয়ার প্রয়োজনায়, শামীম আহমেদ রনির পরিচালনায়, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী রোদেলা জান্নাত।

[৩] নুসরাত ফারিয়া বলেন, দর্শকদের ভালো কিছু উপহার দিতে কঠোর পরিশ্রম করতে হয়েছে। তারা পছন্দ করলেই আনন্দিত হব। অবশেষে সিনেমাটি হলে এসেছে ভেবে বেশ ভালো লাগছে।

[৪] কয়েকটি সূত্রে আনুমানিক তথ্য এসেছে ছবিটি নির্মাণে খরচ হয়েছে কমপক্ষে আড়াই কোটি টাকা, আরো বেশি খরচ হয়েছে দাবি অনেকের।

[৫] প্রযোজক-প্রদর্শক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, সিনেমাটি দুই থেকে তিন কোটি টাকা ব্যবসা করা উচিত। দ্বিতীয় শ্রেণির ছবিতে বাজার ভরে গেছে। প্রথমে ‘বীর’ পরে ‘শাহেনশাহ’ এমন কিছু ছবি পরপর এলে চলচ্চিত্রশিল্প কিছুটা স্বস্তি পাবে।

[৬] প্রযোজক সমিতির নেতা কামাল মোহাম্মদ কিবরিয়ার মতে, ছবিটির টেবিল কালেকশন ৭০ লাখ টাকার নিচে হবে না। তবে বর্তমান বাজার পরিস্থিতিতে কোটি টাকার বেশি ব্যবসা করতে পারবে না। রিলিজের পর যদি ‘আয়নাবাজি’র মতো কোনো ঘটনা ঘটে, তবে ব্যবসার চিত্র বদলে যেতেও পারে। শাকিব খানের ছবিগুলোকে এক কোটি টাকা বাজেটের মধ্যে করার পরামর্শ দেন তিনি।

[৭] বারবার মুক্তির সময় পেছানো ইতিবাচক হয়নি বলেও মন্তব্য করেন মধুমিতার মালিক। সিনেমাপাড়ার কয়েকজন পরিবেশক ও বুকিং এজেন্টের মতে, নতুন ছবি মুক্তি দেয়ার প্রেক্ষাগৃহ সংকটেও ‘শাহেনশাহ’ মোটা অঙ্কের টাকা তুলতে পারবে।

[৮] এতে আরও অভিনয় করেছেন, মিশা সওদাগর, উজ্জ্বল, আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ।

[৯] প্রযোজকের কারণে নির্মাতা ঘোষণা দেয়ারও এক বছর পর সিনেমাটি মুক্তি পেল। ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর মহরত করে গত বছরের ১২ মার্চ সেন্সর ছাড়পত্র পেয়েছিল ‘শাহেনশাহ’। সূত্র : বাংলানিউজ, প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়