শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৪:০৭ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসএলে একইসাথে পেশোয়ার জালমির কোচ ও খেলোয়াড়ের ভূমিকায় স্যামি

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্রাঞ্চাইজি পেশোয়ার জালমি তাদের ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন স্যামিকে প্রধান কোচ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো। যদিও আগের ম্যাচে একাদশ থেকে বাদ দেয়া হয়েছিলো তাকে।

[৩] পিএসএলের চলতি আসরে দলের অধিনায়ককে হিসেবে খেলা শুরু করেছিলেন স্যামি। কিন্তু ব্যক্তিগত ও দলীয় ব্যর্থতায় অধিনায়কত্ব হারান ওয়াহাব রিয়াজের কাছে। দল থেকে বাদ পড়ে টুইটারে রহস্যজনক বার্তাও দিয়েছিলেন, যা নিয়ে হইচই পড়ে যায়।

[৪] ওয়াহাবের হাতেই অবশ্য থাকছে অধিনায়কের আর্মব্যান্ড। তবে স্যামি দলের প্রধান কোচ হিসেবে কাজ করবেন। যথারীতি দলে খেলোয়াড়ের ভূমিকায়ও থাকছেন তিনি। অর্থাৎ আসরের বাকি অংশে স্যামি একইসাথে পেশোয়ার জালমির খেলোয়াড় ও প্রধান কোচ!

[৫] স্যামিকে প্রধান কোচ করার আগ পর্যন্ত দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছিলেন স্থানীয় কোচ মোহাম্মদ আকরাম, যাকে ‘ডিরেক্টর অব ক্রিকেট’ এর নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একইসাথে দলের বোলিং কোচের ভূমিকাও পালন করবেন তিনি।

[৬] স্যামির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পাঁচ আসর ধরে স্যামি জালমির সাথে আছে। সে দলের হয়ে খেলাতেও অংশ নেবে। বাকি ম্যাচগুলোতে অধিনায়ক থাকবে ওয়াহাব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়