শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০২:২৬ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টয়লেট পেপারের অভাব পূরণে ফাঁকা পাতা রেখে পত্রিকা প্রকাশ!

ডেস্ক রিপোর্ট: [২] করোনা ভাইরাস আতঙ্কে টয়লেট পেপারের চাহিদা বেড়ে যাওয়ায় একটি অস্ট্রেলিয়ান পত্রিকা তাদের অতিরিক্ত আট পৃষ্ঠা ফাঁকা রেখে প্রকাশ করেছে। যাতে মানুষ এগুলো টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে পারে।ইত্তেফাক

[৩] ওই পত্রিকার নাম ‘এনটি ‍নিউজ’। অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চলে বসবাসরত নাগরিকরা বৃহস্পতিবার দেখেন যে, পত্রিকার আট পৃষ্ঠা খালি রেখে প্রকাশ করা হয়েছে।

[৪] সিএনএনের প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়ার পর সম্প্রতি অস্ট্রেলিয়ানরা ব্যাপক হারে টয়লেট পেপার কিনছেন। এতে দেশটির সুপারমার্কেটগুলোতে টয়লেট পেপার সঙ্কট দেখা দেয়।

[৫] এরপরই ওই উদ্যোগ নেয় ‘এনটি ‍নিউজ’ নামে পত্রিকাটি। তারা বলছে, ‘জরুরী অবস্থায় ব্যবহারের জন্য আমরা আট পৃষ্ঠার বিশেষ পাতা প্রিন্ট করেছি। যেখানে সহজেই কাটার জন্য লাইন করে দেওয়া রয়েছে।’

[৬] ‘এনটি নিউজে’র সম্পাদক ম্যাট উইলিয়ামস সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটি অবশ্যই বিরক্তিকর কোনো সংস্করণ নয়।’

[৭] এদিকে বুধবার অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সুপার মার্কেট ঘোষণা করেছে, এখন থেকে কোনো গ্রাহক চার প্যাকেটের বেশি টয়লেট পেপার কিনতে পারবেন না। আর এমন সিদ্ধান্ত এ জন্য নেওয়া হয়েছে, যাতে অন্যরাও টয়লেট পেপার সংগ্রহ করতে পারেন।

[৮] অস্ট্রেলিয়ার প্রধান মেডিকেল অফিসার ব্রেন্ডন মারফিও নাগরিকদের অনুরোধ করে বলেছেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত টয়লেট পেপার যেন কেউ ক্রয় না করেন।

[৯] সবশেষ বিশ্বের ৭৮টি দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। পুরো বিশ্বে এই ভাইরাসে ৯৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়