শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৬:৫৪ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি এখনো কূটনৈতিক ভুলের বৃত্তে

ফজলুল বারী : ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ঢাকায় এসেছিলেন। বিএনপি মনে করেছিলো প্রণব মুখার্জী কংগ্রেসের রাষ্ট্রপতি, বিজেপি ক্ষমতায়, তাই খালেদা জিয়া প্রণব মুখার্জীর সঙ্গে দেখা না করে হরতাল দিয়েছিলেন। এই যে তাদের কূটনৈতিক ভুল, প্রণব মুখার্জীকে ভারতের রাষ্ট্রপতি ভাবতে না পারা, এখান থেকে উৎরানোর চেষ্টা এতোদিন তারা করেই যাচ্ছিলো। এর জন্য আব্দুল আউয়াল মিন্টুর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল ভারতের নানা মহলের সঙ্গে কথাও বলে এসেছিলো। বলেছিলেন, কান ধরছি আর এমন হবে না। কিন্তু বিএনপি এখনো কূটনৈতিক ভুলের বৃত্তে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে সামনে রেখে ঢাকায় এসেছিলেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। যেহেতু তিনি এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনার ছিলেন তাই ঢাকায় তিনি নানা মহলের সঙ্গে পরিচিত। ঢাকায় বিএনপি নেতাদের সঙ্গেও শ্রিংলার বৈঠকের কথা ছিলো। কিন্তু এই সময়ে মোদীর ঢাকা সফর নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। শ্রিংলাও বিএনপির সঙ্গে বৈঠক বাতিল করে চলে গেলেন। আর দেশটির বর্তমান হাইকমিশনার রিভা গাঙ্গুলী বললেন, ভারত চায় বাংলাদেশের চলতি অগ্রগতি অব্যাহত থাকুক। আসলে বিএনপির যে মনের বেদনা তাহলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী হয়ে যাচ্ছে। যাক আওয়ামী লীগ কিন্তু এখন মনে মনে চাইছে মোদীর সফরের প্রতিবাদে বিএনপি হরতাল বা কোনো একটি কর্মসূচি দিক। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়