শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৬:৫১ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদী বাংলাদেশে আসবেন ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে, বিজেপির নেতা হিসেবে নন

শেখ আদনান ফাহাদ

নরেন্দ্র মোদীকে নিয়ে কটূক্তির জন্য বাংলাদেশে নাকি একজনকে গ্রেপ্তার করা হয়েছে? এমন একটা নিউজ দেখছি সবখানে। আমার মনে হয় মিডিয়া নিউজটি ঠিকমতো লিখতে পারেনি অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এভাবে লিখেছে। মোদীকে নিয়ে ভালো কিছু লেখার তো সুযোগ নেই। আমার ধারণা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে জড়িয়ে এমন কিছু ওই ব্যক্তি লিখেছেন বা শেয়ার করেছেন যা ভদ্রতার সীমা ছাড়িয়ে গেছে, আর তাই সেই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে।
মোদী বাংলাদেশে আসবেন ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে, ব্যক্তি মোদী হিসেবে নন। কারণ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে। ওবায়দুল কাদের মোদীকে ডিফেন্ড করছেন না, তিনি ভারতের প্রধানমন্ত্রীকেও ডিফেন্ড করছেন না, মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী অবশ্যই আসবেন। খুব প্রাসঙ্গিক। মোদী আসবেন এটা আমারও ভালো লাগছে না। কারণ ব্যক্তি মোদী বঙ্গবন্ধুর আদর্শবিরোধী। তুলনাই হয় না। বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রথম মামলাও দিয়েছিলো হিন্দু মহাসভা ১৯৩৮ সালে। কূটনীতিতে এতো কিছু মনে রেখে চলা যায় না। মোদী ভারতের প্রধানমন্ত্রী। ব্যক্তি মোদী মানবতার জননী খ্যাত শেখ হাসিনার পাশেও বসার যোগ্যতা রাখেন না, এটা আমি মন থেকে বিশ্বাস করি। কিন্তু তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ভারতের। এটা মেনে নিতে হবে। কিন্তু মোদীকে নিয়ে বাংলাদেশের একজন কটূক্তি করেছে আর তাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এতোটা অন্তঃসারশূন্য বাংলাদেশ হয়ে যায়নি নিশ্চয়। ওবায়দুল কাদের আপনার পছন্দ নাও হতে পারেন, কিন্তু মনে রাখতে হবে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের শীর্ষ নেতা, একজন বড় মন্ত্রী। সাইবার ক্রাইম হবে এমন কিছু অবশ্যই আমরা করতে পারি না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়