শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা সফর নিশ্চিত করলেন মোদি

সমকাল : [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

[৩]মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার ব্রিফিংয়ে বলেন, মোদির এ সফর সম্পর্কে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

[৪]সেই সঙ্গে মোদির বেলজিয়াম সফর স্থগিত হওয়ার কথাও জানিয়েছেন তিনি। ইন্ডিয়া-ইউরোপিয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনে যোগ দিতে ১৩ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রীর। কিন্তু বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় এই সফর স্থগিত করা হয়েছে।

[৫]রাভিশ জানান, উভয় দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ মুহূর্তে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। তাই পরে উভয়পক্ষের জন্য সুবিধাজনক সময়ে আবার সামিট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

[৬]গত ২ মার্চ দু'দিনের সফরে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এর ঠিক তিন দিন পর রাভিশ কুমারের ব্রিফিংয়ে মোদির আসার আনুষ্ঠানিক ঘোষণা এলো।

[৭]এর আগে গত বছরের অক্টোবরে ভারত সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় তিনি মোদিকে মুজিববর্ষের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়