শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৫:৩২ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে বই মেলায় পাঠক নন্দিত বই কসমিক লাইফ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ : [২] ৪ মার্চ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা। মুজিব বর্ষের অঙ্গীকার, “গ্রামে গ্রামে পাঠাগার ” এই স্লোগান সামনে রেখে চলছে বইমেলা। বইমেলায় রয়েছে শতাধিক স্টল। তন্মধ্যে নলেজ মিডিয়া পাবলিকেশন্স এর স্টলটি অন্যতম। এখানে পাঠক নন্দিত বই কসমিক লাইফ সাড়া জাগিয়েছে। লেখক মোঃ রাব্বি আহসান।

[৩] আহসান পাবিলকেশন থেকে প্রকাশিত কসমিক লাইফ এর প্রথম প্রকাশ নভেম্বর ২০১৯। দৃষ্টিনন্দন প্রচ্ছদ ডিজাইন করেছেন নাসির উদ্দিন। প্রচ্ছদ অলংকরন করেছেন রাইসা ফারজানা বিনতে আহসান ও জয়ীমা ফারজানা বিনতে আহসান। কসমিক লাইফের ভূমিকায় বলা হয়েছে- কসমিক বা সৃষ্টি সম্পর্কিত কিছু জানতে গেলে মানব ও মানব জীবনের প্রসঙ্গটিই সবার আগে চলে আসে। প্রতিটি মানবের মধ্যেই যেন একএকটি ছায়া মহাবিশ্ব চলমান।

[৪] কসমিক লাইফ বইটির উদ্দেশ্য জীবনযাপন করতে শেখা। আত্মউন্নয়ন ও অনুপ্রেরণামূলক বইটি শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করেছে। পাঠক মহলে বইটির ব্যাপক গ্রহনযোগ্যতা। ময়মনসিংহ বিভাগীয় বইমেলার আকর্ষন হয়ে উঠেছে।লেখক মোঃ রাব্বি আহসান রংপুরের কৃতি সন্তান। তিনি সেনাবাহিনীতে কর্মরত।

[৫] জীবনের জন্য প্রয়োজনীয় বই “কসমিক লাইফ” ময়মনসিংহ বই মেলায় একটি বেস্ট সেলার গ্রন্থ। লেখক সহজ, সরল, সাবলীল ভাষায়, বিষয় বৈচিত্র ও তথ্যের বিশাল সমাহারের মাধ্যমে চিন্তা ও মননশীলতাকে সামনে এনেছেন। যা পাঠককে শুধু টানেই না বরং জীবন সম্পর্কে ধারণা ও মূল্যবোধকে উজ্জীবিত করে।

লেখক বলেছেন জীবনের সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তার মতে জীবন নীরব ভাবে সমৃদ্ধ নয়। পাঠকের উদ্দেশ্যে তার বক্তব্য সরাসরি যুক্তিপূর্ণ যা মানুষের সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ।

কসমিক লাইফের লেখক মোঃ রাব্বি আহসান এর লেখায় রয়েছে জীবন দর্শন। বাণীর চিরন্ত বীরের মত বাক্য সম্ভারে পরিপূর্ণ কসমিক লাইফ।
যেমন লেখক মনে করেন জীবনে সুখী হবার চাবি কাঠি হচ্ছে নিজেকে নিশর্তভাবে ভালোবাসা। আবার তিনি বলেছেন হাসিই হচ্ছে ভালোবাসার সূচনা।
নীরবতাকে আধ্যাতিক নিরাময় বলতে গিয়ে লেখক বলেছেন তুমি যত বেশী নীরব হবে, তত বেশী শুনতে পাবে। কসমিক লাইফ বইটির আকর্ষনের রহস্য এখানেই। যেখানে লেখক তার অসাধারণ লেখার মাধ্যমে পাঠকের জীবনবোধকে শানিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়