শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৩:৩৯ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাশরাফি উদাহরণ রেখে গেলো, বললেন নির্বাচক হাবিবুল বাশার

স্পোর্টস ডেস্ক : [২] একটা সময় বিশ্বের বড় বড় দলগুলোর বিপক্ষে খেলতে থরহরি কম্পমান অবস্থা হতো বাংলাদেশের। কালের আবর্তনে সেই দলটিই এখন অস্ট্রেলিয়া, ভারত কিংবা নিউজিল্যান্ডের মতো দলের মুখোমুখি হয় দোর্দণ্ড প্রতাপে। এর সবই সম্ভব হয়েছে একজন অকুতোভয় অধিনায়কের কল্যাণে। সেই অধিনায়কের নাম মাশরাফি বিন মুর্তজা। দেশের ক্রিকেটে সবচাইতে সফল এই অধিনায়ক বিদায় নিচ্ছেন শুক্রবার। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে খেলে অধিনায়কত্ব ছাড়বেন তিনি।

[৩] একই সঙ্গে রেখে যাবেন ভবিষ্যত অধিনায়কদের জন্য উজ্জ্বল এক দৃষ্টান্ত। জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক হাবিবুল বাশার এমনটাই মনে করছেন। তার মতে পরবর্তী অধিনায়ক মাশরাফিকে দেখে অনুপ্রাণিত হবেন।

[৪] বাশার বলেন, 'সে একটা উদাহরণ রেখে গেছে। পরবর্তীতে যে আসবে সে তার মতো অধিনায়কত্ব করবে আর এখান থেকে অনুপ্রেরণা নিতে পারবে। সে যখন অধিনায়ক ছিল না তখনও দলকে মাতিয়ে রাখতো। সে সবসময় এমন ছিল। অধিনায়ক হওয়ার পর খুব বেশি পরিবর্তন হয়নি তার। এটা তাকে অধিনায়কত্ব করতে সাহায্য করেছে। আমি নিশ্চিত সে যখন অধিনায়ক থাকবে না তখনও সে আগের মতোই থাকবে।'

[৫] অধিনায়ক হিসেবে দলের পাশে সবসময় ছিলেন মাশরাফি। তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে দলকে সঠিকভাবে নেতৃত্ব দেয়া, সকল কিছুই দারুণভাবে সামলেছেন তিনি। ফলে অল্প সময়েই সাফল্য এসেছে তাঁর হাত ধরে। ভবিষ্যত অধিনায়কও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারবে বলে বিশ্বাস করেন বাশার।

[৬] তিনি বলেন, 'যখন হাবিবুল বাশার অধিনায়ক ছিল তখন তাঁর কোনো অভিজ্ঞতা ছিল না। এরপরে আমি ৪ বছর অধিনায়কত্ব করেছি। তারপরে কিন্তু একটা পালাবদল হয়েছে। একেক জন অধিনায়ক একেক রকম হয়।সবাই সবার মতো হয় না। অধিনায়ক হিসেবে দলের পাশে দাঁড়ানো অনেক গুরুত্বপূর্ণ। যেটা মাশরাফি সবসময় করে এসেছে। - ক্রিকফ্রেনজি

  • সর্বশেষ
  • জনপ্রিয়