শিরোনাম

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুধু চীন থেকে আসা ব্যক্তি নয়, সকল যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে, চীনা রাষ্ট্রদূত ভুল তথ্য পেয়েছেন, বললেন সেব্রিনা ফ্লোরা

শরীফ শাওন : [২] আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গণমাধ্যমে আসা কিছু সংবাদ এমন বিভ্রান্তি সৃষ্টি করেছে। গত ২১ জানুয়ারি থেকেই এ কার্যক্রম শুরু হয়, লোকাল ট্রান্সমিশন পাওয়ার পর ৭ ফেব্রুয়ারি থেকে স্থল, সমুদ্র ও বিমান বন্দরসহ সব যানবাহনের যাত্রীদের স্ক্রিনিং করা হয়েছে।

[৩] ফ্লোরা বলেন, এ পর্যন্ত সাড়ে ৪ লাখের বেশি যাত্রীকে স্ক্রিনিং করা হয়। মোংলা বন্দরে এক জাহাজের ৩ যাত্রীর মধ্যে কোভিট-১৯ এর উপসর্গ পাওয়া যায় বলে জানা যায়। ইতোমধ্যে তাদের থেকে নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে। পরীক্ষা করে বিষয়টির সঠিক তথ্য জানানো যাবে। তবে মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন জানিয়েছেন, জাহাজটি করোনামুক্ত।

[৪] তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কেভিট-১৯ সংক্রান্ত ১০৪টি কল পাওয়া যায়, সরাসরি এসেছেন ১৪ জন। তাদের ১০৫ জনের পরীক্ষা করে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়নি। সূত্র : মানবজমিন।

[৫] তিনি আরও বলেন, আচরণগত দুটি চর্চাতেই সংক্রমণ এড়ানো সম্ভব, কাশি শিষ্টাচার ও নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া।

[৬] বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়