শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনামুক্ত সনদ পেতে আইইডিসিআর এ প্রবাসীদের ভীড়, দায়বদ্ধতার বেড়াজালে সমাধান দিলেন সাস্থ্য অধিদপ্তর

শরীফ শাওন : [২] কুয়েতসহ বেশ কয়েকটি দেশ করনামুক্ত সনদ ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা দিলে বিপাকে পড়ে ছুটিতে আসা বাংলাদেশি প্রবাসীরা। বৃহস্পতিবার (৫ মার্চ) তারা ‘বাংলাদেশের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান’-আইইডিসিআর এ যোগাযোগ করলে সংশ্লিষ্ট সমস্যা সমাধানের দায়িত্ব কার এ নিয়ে সংশয় দেখা দেয়। তবে এমন সনদ দেয়ার নির্ধারিত কোন প্রতিষ্ঠান নেই বাংলাদেশে।

[৩] পররাষ্ট্রমন্ত্রী বলেন, সনদ দেবে আইইডিসিআর। তবে প্রতিষ্ঠানটি থেকে বলা হয়, এ বিষয়ে পরিকল্পনা ও এখতিয়ার আমাদের নেই, সমন্বয়ের দায়িত্ব পররাষ্ট্র বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সাবরিনা ফ্লোরা বলেন, কারো উপসর্গ না থাকলে শনাক্ত করা যাবে না, আবার সনাক্তকরণ সার্টিফিকেটও আমরা দেই না। পরে স্বাস্থ্য অধিদপ্তর জানান, শনিবার থেকে তারা সনদ দেবেন।

[৪] বুধবার (৪ মার্চ) কুয়েতের বেসামরিক বিমান চলাচল এক টুইট বার্তায় জানায়, সনদ অবশ্যই কুয়েত দূতাবাস থেকে অনুমোদিত হতে হবে। উল্লেখ্য যে, দূতাবাস না থাকলে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে প্রত্যায়িত সনদ থাকতে হবে।

[৫] বাংলাদেশ, ফিলিপাইন, ভারত, মিশর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, শ্রীলঙ্কা, জর্জিয়া ও লেবাননের নাগরিকদের জন্য করোনামুক্ত সনদ প্রদর্শন বাধ্যতামূলক করেছে কুয়েত। সূত্র : সময়, জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়