শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ১১:২৩ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীগঞ্জে এক পান বিক্রেতার রক্তাক্ত লাশ উদ্ধার

ছনি চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি: [২] জেলার নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের সড়কের পাশ্ববর্তী একটি জমি থেকে জাহেদ মিয়া(২৫) নামে এক পান বিক্রেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

[৩] বৃহস্পতিবার দুপুরে এ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের সড়কের পাশে একটি জমি থেকে লাশ উদ্ধার করা হয়। এসময় মরদেহের পাশ থেকে একটি লোহার পাইপ উদ্ধার করে পুলিশ। জাহেদ মিয়ার ওই ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রফিক মিয়ার ছেলে।

[৪] নিহতের পরিবার সূত্রে জানা যায়, জাহেদ দীর্ঘদিন বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টে ইলেক্ট্রিশিয়ান শ্রমিক হিসেবে কর্মরত ছিলো। গত ৭-৮ মাস ধরে ওই চাকুরি ছেড়ে দিয়ে শেরপুর বাজারে এশটি পানের দোকান দেয় জাহেদ। প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার রাত ৮টার দিকে শেরপুর বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যায় জাহেদ মিয়া।

[৫] রাত সাড়ে ১১টার দিকে জাহেদ পান দোকান বন্ধ করে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাওয়ার প্ল্যান্ট সড়কে তার সাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে জাহেদকে দাড়াঁলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সড়কের পাশে জমিতে পেলে যায়। রাত সাড়ে ১২টার দিকে জাহেদ বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন বারবার জাহেদকে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সে ফোন রিসিভি করেনি।

[৫] বৃহস্পতিবার সকালে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের সড়কের পাশে একটি মৃতদেহ ও তার কিছু দূর একটি মোটর সাইকেল পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

[৬] খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমানের নেতৃত্বে ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ সহকারে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। এসময় তার মৃতদেহের পাশ থেকে একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। নিহত জাহেদের মাথায় একাধিক দাড়াঁলো অস্ত্রের আঘাত রয়েছে।

[৭] তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান,আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন । পরে জাহেদের বাড়িতে গিয়ে পরিবারের লোকজন ও স্বজনদের শান্তনা দেন তারা।

[৮] নিহত জাহেদের বড় ভাই জসিম মিয়া জানান,জাহেদকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে,দ্রæত হত্যাকারীদের চিহ্নিত করে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি করেন তারা।

[৯] এব্যাপারে আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন বলেন, জাহেদ অত্যান্ত ভদ্র ছেলে ছিল, তাকে হারিয়ে আমরা বাকরুদ্ধ,এঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানাচ্ছি একই সাথে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট সড়কে এর আগেও বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে দ্রুত এই এলাকায় বিবিয়ানা কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ও দাবি জানান চেয়ারম্যান।

[১০] নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, আমরা কাজ করছি, শীঘ্রই জড়িতদের চিহ্নিত করতে পারবো। তদন্ত চলছে। লাশ ময়না তদন্তে জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আমাদের একাধিক টিম হত্যাকাণ্ডের মুটিভ উদঘাটনের জন্য মাঠে কাজ করছে।

[১১] এ ব্যাপারে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন,এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড দ্রুত আমরা এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করবো এবং জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারবো। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়