শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উচ্চ সুদের কারণে মন্দ ঋণের পরিমাণ বাড়ছে, বললেন অর্থমন্ত্রী

রিয়াজ সবুজ : [২] বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁ হোটেলে বণিক বার্তা এবং সিটি ব্যাংক আয়োজিত বাংলাদেশের অর্থনৈতিক সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

[৩] তিনি বলেন, আমিও মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাসী। কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাংকিং খাতে লাগামহীন সুদের হার নিয়ন্ত্রণ করতে একটা সীমা বেঁধে দিয়েছি। সুদের হার বেশি হলে কখনই শিল্পায়ন সম্ভব নয়। ব্যাংকাররা ২০-২৮ শতাংশ হারে সুদ নিচ্ছেন। এভাবে কোনো উদ্যোক্তা ঋণ নিলে তা ফেরত দেবে কিভাবে। অনেকে ভিয়েতনামের শিল্পন্নোয়নের কথা বলেন। সেখানে সুদের হার মাত্র ৬ শতাংশ। যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে তিনি বলেন, আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকও ক্রাইসিসের সময় সুদের হার ঠিক করে দেয়। আমরাও সেভাবে করেছি।

[৪] তবে সুদের হার আমরা জোর করে চাপিয়ে দেইনি। সিস্টেমেটিক ওয়েতে করেছি। এ কাজে আমাদের সময় দিতে হবে। সুদের হার এখনই যদি নিয়ন্ত্রণ করা না যায় তবে আর কখনই সম্ভব নয়।

[৫] তিনি আরো বলেন, সেভিং ইন্সট্রুমেন্টের সুদের হার পরিবর্তন গায়ের জোরে করা হয়নি। সিস্টেমেটিক উপায়ে করা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সেভিংস ইন্সুট্রুমেন্ট চালু করা হয়েছিল। কিন্তু অনেকে এ খাতে কোটি টাকা বিনিয়োগ করেছেন। পোস্টাল সেভিংস ইন্সুট্রুমেন্টে কিছু দিনের মধ্যেই অটোমেশন করা হবে। এর ভিত্তিতেই পোস্টাল সেভিংস নিয়ে আমরা সিদ্ধান্তে আসবো বলে জানান অর্থমন্ত্রী।

[৬] শেয়ারবাজার প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজার ওঠানামার তদারকি করা অর্থমন্ত্রীর কাজ না। সামগ্রিক অর্থনীতির উন্নতি হলে শেয়ার বাজারের অবস্থাও ভালো হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়