শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০৭:৪০ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গবেষণায় শীর্ষে অবস্থান করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়

মুসবা তিন্নি : [২] স্পেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান শিমাগো ল্যাব প্রকাশিত শিমাগো ইনস্টিটিউশন র‌্যাংকিংয়ে (এসআইআর) দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গবেষণায় শীর্ষস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

[৩] শিমাগো ল্যাবের ২০১৯ সালের এসআইআর র‌্যাংকিংয়ে এ তথ্য উঠে এসেছে। গবেষণাকর্ম ও গবেষণা সংশ্লিষ্ট কার্যক্রম ছাড়াও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন আঙ্গিক বিশ্লেষণ করে র‌্যাংকিং তৈরি করা হয়।

[৪] এসআইআর তালিকায় দেখা যায়, সার্বিক বিচারে দেশের ‍উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাবি। তালিকায় শীর্ষ পাঁচে পরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

[৫] বুধবার (৪ মার্চ) বিকেলে রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এক বিজ্ঞপ্তিতে শিমাগো এসআইআর র‌্যাংকিংয়ে গবেষণা রাবি’র শীর্ষস্থানপ্রাপ্তির তথ্য নিশ্চিত করেছেন।

[৬] বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান শিক্ষার সুষ্ঠু পরিবেশ, বর্তমান কর্তৃপক্ষের গবেষণাধর্মী পদক্ষেপ এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষকমণ্ডলীর গবেষণাতে নিবিড় মনোনিবেশ এ ফল এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় যথাযথ ভূমিকা রাখার মাধ্যমে দেশের বর্তমান অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের অবদান রাখতে হবে।

[৭] এই অর্জনের জন্য উপাচার্য অধ্যাপক সোবহান বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়