শিরোনাম

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই কার্যদিবসে উত্থানের পর শেয়ারবাজারে ফের পতন

ডেস্ক রিপোর্ট : [২] গতকার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ১৬ শতাংশ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১ দশমিক ৩০ শতাংশ কমেছে। এদিকে দুই কার্যদিবসের উত্থানে বাজার মূলধন যেখানে বেড়েছিল ৩ হাজার ৮৫৬ কোটি টাকা, সেখানে একদিনের পতনেই মূলধন কমেছে ২ হাজার ৯০৮ কোটি টাকা। বণিক বার্তা

[৩] বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল কেবল টেলিযোগাযোগ ছাড়া বৃহৎ মূলধনি সব খাতের কোম্পানির শেয়ারদর কমেছে। গতকাল দিন শেষে ডিএসইএক্স ৪ হাজার ৪০৯ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ৫৭ পয়েন্ট কম। মঙ্গলবার দিন শেষে সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৪৬৬ পয়েন্টে। গতকাল ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস প্রায় ১৫ পয়েন্ট কমে দিন শেষে ১ হাজার ২৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল ১ হাজার ৩৮ পয়েন্ট। দিনের ব্যবধানে ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ ১৫ পয়েন্ট কমে গতকাল ১ হাজার ৪৭০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৪৮৫ পয়েন্ট।

[৪] গতকাল এক্সচেঞ্জটিতে মোট ৫১০ কোটি ৬৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়, আগের কার্যদিবসে যা ছিল ৬০৯ কোটি ৬ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৮০টির, কমেছে ২৪৩টির আর অপরিবর্তিত ছিল ৩৩টি সিকিউরিটিজের বাজারদর।

[৫] দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে ১০৭ পয়েন্ট কমে ৮ হাজার ১৭৫ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ৮ হাজার ২৮২ পয়েন্টে। সিএসইতে গতকাল লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৫৯টির দরবৃদ্ধির বিপরীতে দর হারিয়েছে ১৬১টির আর অপরিবর্তিত ছিল ২৯টির বাজারদর। এদিন সিএসইতে ২০ কোটি ২২ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৪ কোটি ৯ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়