শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস আতঙ্কে বিশ্বের প্রায় ৩০০ মিলিয়ন শিক্ষার্থী স্কুলে যাচ্ছে না

সিরাজুল ইসলাম : [২] কয়েক সপ্তাহ ধরে তারা এ সমস্যা মোকাবিলা করছে। সবশেষ বৃহস্পতিবার ইতালি সব স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। ইয়ন

[৩] ইতালিতে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ১০৭ জনে দাঁড়িয়েছে। এ পরিপ্রেক্ষিতে ১৫ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

[৪] ৮০টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। সংক্রমিত হয়েছেন ৯৫ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৩ হাজারের বেশি মানুষ।

[৫] সংক্রমণ ও মৃতের প্রায় সবই হয়েছে চীনে। গত বছর দেশটির হুবেই প্রদেশের উহানে এ ভাইরাস প্রথম শনাক্ত করা হয়। এ ভাইরাস ঠেকাতে পুরো শহরকে কোয়ারান্টাইন করা হয়। বিপুল কলকারখানা ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়।

[৬] বুধবার ইউনেস্কো জানায়, ১৩টি দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এতে ক্ষতির মুখে পড়েছে ২৯০ দশকি ৫ মিলিয়ন শিশু। অন্য আরও ৯টি দেশ স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

[৭] ইউনেস্কো প্রধান অদ্রিও অ্যাজুউলে বলেন, সঙ্কটের কারণ সাময়িকভাবে স্কুল বন্ধ করা নতুন নয়। এটা শিক্ষায় ব্যাঘাত ঘটায়। এ অবস্থা দীর্ঘ হলে শিক্ষার জন্য হুমকি তৈরি হবে।

[৮] চীনের বাইরে দক্ষিণ কোরিয়ায় সব চেয়ে বেশি সংক্রমিত হয়েছেন। দেশটিতে সংক্রমিত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ। স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে ৩১ মার্চ পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়