শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডুসাব এবং বুড়িচং ছাত্র সংসদ ঢাকার কমিটি ঘোষণা

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : [২] বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক, মিজানুর রহমান শেলীর (পুলিশ সুপার) নেতৃত্বে ও পরামর্শে আজ অনুষ্ঠিত হলেন, ডুসাব ও ছাত্র সংসদের কমিটি। প্রায় ১’শ জনের উপস্থিতি নির্বাচিত হয় উক্ত কমিটি দুটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

[৩] ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসে এমবিএ’তে অধ্যয়নরত বিল্লাল হোসেনকে সভাপতি এবং ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগ চতুর্থ বর্ষে অধ্যয়নরত জি এম গোলাম সারোয়ারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বুড়িচংয়ের (ডুসাব) কমিটি ঘোষণা হয়েছে।

[৪] একই সঙ্গে ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে মাস্টার্সে অধ্যয়নরত বায়জীদ সুমনকে সভাপতি এবং মনোবিজ্ঞান বিভাগের তৃতীয়বর্ষে অধ্যয়নরত সোলায়মান হোসেন রনিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বুড়িচং উপজেকা ছাত্র সংসদ ঢাকার কমিটি ঘোষলা করা হয়েছে।

[৫] প্রথমে বুড়িচং উপজেলা সমিতি, ঢাকা এর সাবেক সভাপতি একলাছ উদ্দীন ভূইয়া একটি নির্বাচন কমিটি ঘোষণা করেন। ৩ সদস্য বিশিষ্ট কমিটি নিম্নরুপ :

১. জনাব মিজানুর রহমান শেলী - প্রধান নির্বাচক।
২. জনাব আব্দুলাহ আল জুবায়ের ভূঁইয়া- সদস্য।
৩. জনাব তারেক হাসান খান শিমুল- সদস্য।

[৬] কমিটিকে সমর্থন করেন জনাব এনামুল হক সামীম ও খোরশেদ আলম। এই নির্বাচন কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন। পরবর্তীতে পূর্ণাঙ্গ দুটি কমিটি ঘোষিত হবে। এর মাধ্যমে বুড়িচং উপজেলা ঢাকার ছাত্র-ছাত্রীদের দীর্ঘ দিনের অপেক্ষা শেষ হবে বলে মনে করেন শিক্ষার্থীরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়